রাজ্য

ঋতব্রতকে রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে ঋতব্রতর নাম ঘোষণা করা হয়।  তৃণমূলের তরফে বলা হয়েছে, রাজ্যসভার নির্বাচনে ঋতব্রতকে বেছে নিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করছি, সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে মানুষের  অধিকারের কথা তুলে ধরবেন ঋতব্রত। প্রার্থী ঘোষণা হওয়ার পর ঋতব্রতর দলীয় কাজের পারফরম্যান্স তুলে ধরে তাঁকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূলের সরভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন স্বরূপ এই স্বীকৃতি সত্যিই প্রাপ্য। কর্মদক্ষতা এবং নিরলস পরিশ্রম সব সময় পুরস্কৃত হয়। তৃণমূলের শ্রমিক সংগঠনকে শক্তিশালী করে চলেছেন ঋতব্রত।
এখন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি পদে আছেন ঋতব্রত। উত্তরবঙ্গে শ্রমিক সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছে। বিশেষ করে চা-বলয়ে ঋতব্রতর শ্রমিক সংগঠনের কর্মকাণ্ড তৃণমূলের ভোট বাক্সে ভালো ফল দিয়েছে। তারই পুরস্কার ঋতব্রত পেলেন বলেই তৃণমূলের অন্দরের খবর। এর আগে ধুপগুড়ি বিধানসভার উপ নির্বাচনে জয়, তারপর লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রের সাফল্য, সর্বশেষ মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমূলের পতাকা উড্ডীন— এই সব কটি ক্ষেত্রে চা-বলয় অধ্যুষিত এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে ঋতব্রতর নেতৃত্বাধীন আইএনটিটিসির ভূমিকা দলের পর্যবেক্ষণে ধরা পড়েছে। সদ্য সমাপ্ত মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে চা-বাগান অধ্যুষিত ১০০টি বুথের মধ্যে তৃণমূল ৮১টিতে জয়ী হয়েছে। এছাড়াও সুবক্তা হিসেবে পরিচিত রয়েছেন ঋতব্রত। যে কারণে তাঁকে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের আলোচনার জন্য মুখপাত্রদের মধ্যে অন্যতম একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছে তৃণমূল। এবার দিল্লিতে তাঁকে দলের কথা তুলে ধরতে পাঠানো হচ্ছে।
আগামী কাল,  সোমবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। ঋতব্রত বললেন, বিভিন্ন ক্ষেত্রে দল আমাকে পরপর যেভাবে দায়িত্বভার অর্পণ করছে, তার জন্য আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।
একটা সময়ে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় ঋতব্রতর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত ঘনিষ্ট ছিলেন তিনি। ২০১৪ সালের সিপিএম তাঁকে রাজ্যসভায় পাঠায়। পরবর্তীতে ২০১৭ সালে বেশ কয়েকটি অভিযোগ ওঠায় ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। এর কিছুদিন পর তৃণমূলে যোগদান করেন তিনি এবং  ২০২১ সাল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন। তৃণমূলের সাংসদ পদ থেকে জহর সরকার ইস্তফা দেওয়ায় এই আসনে উপ নির্বাচন হচ্ছে। সেখানেই ঋতব্রতকে বেছে নেওয়া হল তৃণমূলের পক্ষ থেকে। ভোট সংখ্যার নিরিখে ঋতব্রতর জয় একশো শতাংশ নিশ্চিত। তাই বিজেপি প্রার্থী দিচ্ছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ঋতব্রত রাজ্যসভায় যাচ্ছেন। 
18d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা