রাজ্য

প্রেসিডেন্সি, বর্ধমান, বাঁকুড়া সহ ৬টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য

নিজস্ব প্রতিনিধি কলকাতা: অবশেষে স্থায়ী উপাচার্য পেতে শুরু করল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর, শুক্রবারই ছ’জন উপাচার্যের নিয়োগপত্র পাঠানো হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে নির্মাল্যনারায়ণ চক্রবর্তী। বর্ধমান ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন যথাক্রমে শংকরকুমার নাথ এবং রূপকুমার বর্মন। রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য পদে আসছেন অমিয়কুমার পান্ডা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন কল্লোল পাল। সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন পবিত্রকুমার চক্রবর্তী।
এদিনই বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর মূর্তিতে মালা দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে সাংবাদিকরা তাঁকে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতা  নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে, সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও রাজভবন থেকে উপাচার্যদের নাম সই হয়ে আসছে না বলে  ক্ষোভপ্রকাশ করেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর তারপরেই এই ছ’জনের নাম রাজভবন থেকে এসেছে। 
উল্লেখ্য, ৩৪ জন উপাচার্যের নাম মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বাছাই হয়ে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে রাজভবনে গিয়েছিল। সাত দিনের মধ্যে সেই নামগুলিতে সিলমোহর দিয়ে পাঠানোর কথা ছিল রাজভবনের। তবে তা না হওয়ার কারণেই উষ্মাপ্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। বাকি নামগুলিও অবশ্য দ্রুত চলে আসবে বলে সূত্রের খবর।
19d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা