বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

জয়নগর কাণ্ডে ৬২ দিনে ফাঁসির সাজা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কুলতলির স্কুল ছাত্রীর ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুরের বিশেষ পকসো আদালত। অথচ আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার তদন্তে এখনও দিশা হাতড়াচ্ছে সিবিআই। চার মাস পেরতে চলেছে। কিন্তু বিচার পর্ব সবে শুরু হয়েছে। সেটাও কলকাতা পুলিস যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল, তার নামেই চার্জশিট জমা দিয়ে। অথচ জয়নগর কাণ্ডে রাজ্য  পুলিসের সিটের পেশ করা তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে মাত্র ৬২ দিনের মাথায় মৃত্যুদণ্ড দিল আদালত। অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ, খুন, ফের মৃতদেহকে ধর্ষণ—বিকৃতমনস্ক মোস্তাকিনের এই কীর্তিকে ‘বিরল থেকে বিরলতম’ আখ্যা দিয়েছেন বিচারক সুব্রত চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবারই এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল মোস্তাকিন। এই ঘটনার বিচারপর্ব অভিযুক্তকে ‘জেল কাস্টডি’তে রেখেই সম্পন্ন হয়েছে। তদন্ত শুরু হওয়ার ২৫ দিনের মাথায় এই মামলার চার্জশিট জমা দিয়েছিল পুলিস। এদিন আদালতেও নিজেকে নির্দোষ এবং ফাঁসানো হয়েছে দাবি করে শাস্তি লঘু করার আর্জি জানিয়েছিল মোস্তাকিন। কিন্তু লাভ হয়নি। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছিল বিভাস চট্টোপাধ্যায়কে।  ছাত্রী ধর্ষণ-খুনের এই রায়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য সরকার। ন্যায়বিচার মিলবে, দেরি হবে না—এব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে চাই।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘যৌন হেনস্তার ক্ষেত্রে বিচার হোক দ্রুত এবং কড়া। ধন্যবাদ জানাচ্ছি, বারুইপুর পুলিস জেলার সুপার পলাশ ঢালির নেতৃত্বাধীন সিট টিমকে।’    
আর জি কর কাণ্ডে ‘উই ওয়ান্ট জাস্টিস’ আন্দোলন যখন তুঙ্গে, সেই পর্বেই গত ৪ অক্টোবর ঘটেছিল এই ঘটনা। জয়নগর মহিষমারি বাজার থেকে টিউশন সেরে কুলতলির বাড়ি ফেরার পথে ছাত্রীকে অপহরণ এবং পরে মৃতদেহ উদ্ধার বিক্ষোভে ‘ঘৃতাহুতি’ দেয়। রাজ্য রাজনীতিতে ‘অপ্রাসঙ্গিক-ক্ষয়িষ্ণু’ অংশরাও ‘ফায়দা’ তুলতে দু’টি ঘটনাকে জুড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগও চেয়ে বসে। শুরু হয়ে যায় রাত দখল, দিন দখল, পথ অবরোধ। এরমধ্যে তদন্তের কাজ শুরু করে দেয় রাজ্য পুলিস। মৃতদেহ উদ্ধারের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় মোস্তাকিনকে। গঠিত হয় সিট। ফরেন্সিক সায়েন্সের নয়া আঙ্গিক প্রয়োগ করে অভিযুক্তের বিরুদ্ধে যাবতীয় তথ্য-প্রমাণ জোগাড় করেন তদন্তকারীরা। ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা যায়, ওই স্কুল ছাত্রীকে নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে প্রথমে মুখ চেপে ধর্ষণ করা হয়। এরপর মাটিতে মাথা ঠুকে মেরে ফেলা হয় তাকে। মৃত অবস্থায় ফের কিশোরীকে ধর্ষণ করে মোস্তাকিন।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা