রাজ্য

এসএফআইয়ের ‘একতা এক্সপ্রেস’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রায় ২ মাস ধরে চলবে ‘একতা এক্সপ্রেস’! চালাবে বাম ছাত্র সংগঠন এসএফআই! প্যালেস্তাইন হোক বা বাংলাদেশ, এমনকী ভারতেও ঘটে চলেছে অত্যাচার, সাম্প্রদায়িক হানাহানির বহু ঘটনা। এসএফআইয়ের বক্তব্য, এই আবহে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে নানা ধরনের কর্মসূচী নেওয়া হচ্ছে। সেগুলিকেই এক সূত্রে বাঁধতে সার্বিকভাবে ‘একতা এক্সপ্রেস’ নাম দেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে বাম ছাত্রছাত্রীদের এই কর্মসূচি। এর অংশ হিসেবে এসএফআই কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটি ১৩ ডিসেম্বর কলকাতায় একটি কনভেনশনের ডাকও দিয়েছে। আরএসএসের শতবর্ষ উদযাপনের প্রাক্কালে গোটা দেশে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বাম ছাত্রদের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 
সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘৬ তারিখ বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। আর ৩০ জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয়। দেশজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই সময়টাই বেছে নিয়েছি।’ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা থেকে শুরু করে নানাভাবে কর্মসূচি পালন হবে বলে তিনি জানিয়েছেন। এসএফআই সভাপতি ভি পি সানু বলেন, ‘সম্ভলে বিজেপি-আরএসএসের বাহিনী তাদের সাম্প্রদায়িক প্রকল্পের বাস্তবায়ন করছে। মণিপুরে এক বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধের পরিস্থিতি। বাংলাদেশেও সংখ্যালঘুরা সাম্প্রদায়িক শক্তির দ্বারা আক্রান্ত। সরকারগুলি এই ধরনের ঘটনা প্রতিহত করতে অক্ষম। এই অবস্থায় ছাত্রসমাজের এগিয়ে আসা জরুরি বলেই আমরা মনে করছি।’ 
19d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা