রাজ্য

অভিজাত আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ গড়িয়ার এক অভিজাত আবাসনের ঊনিশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক ছাত্র। বছর সতেরোর ওই কিশোর বাইপাস সংলগ্ন আনন্দপুরের এক নামী বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা-মা দু’জনেই একবালপুরের একটি নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসক। মৃত ছাত্রের দাদা বিদেশে থাকেন, সেখানে তিনি এমবিবিএস পড়ছেন।
শুক্রবার বেলা পৌঁনে ৩টে নাগাদ ঝাঁপ দেওয়ার ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কলকাতা পুলিসের ডিসি (ইস্ট ডিভিশন) অরীশ বিলাল জানিয়েছেন, ‘ডিসলেক্সিয়াতে ভুগছিল ওই ছাত্র। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ আজ শনিবার ময়নাতদন্ত হওয়ার কথা।
কলকাতা পুলিসের এক সূত্র জানিয়েছে, আর পাঁচটা দিনের মতো স্কুল থেকে ফিরে অজয়নগর মোড়ের কাছে টিউশনে গিয়েছিল ওই ছাত্র। সেখানে ব্যাগ ও মোবাইল ফেলে বাড়ি চলে আসে সে। তারপর সটান ১৯ তলায় উঠে ঝাঁপ দেয়। খবর পেয়ে পঞ্চসায়র থানার পুলিস রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে তার আগেই তার বাবা পরীক্ষা করে পুলিসকে জানিয়ে দেন, ‘ছেলে আর নেই।’
প্রাথমিক তদন্তে পুলিস এক প্রকার নিশ্চিত যে, ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছে ওই ছাত্র। তাও তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন পুলিস অফিসাররা। পঞ্চসায়র থানার পুলিস জানতে পেরেছে, ওই ছাত্রের মনোরোগের চিকিৎসা চলছিল। শুক্রবার রাত পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিস জানিয়েছে। নিউ গড়িয়ার এই অভিজাত আবাসনে মেধাবী ছাত্রের আকস্মিক মৃত্যুতে বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমেছে।
19d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা