রাজ্য

মুচলেকা ছাড়াই ইনক্রিমেন্ট দেওয়ার দাবি প্রধান শিক্ষকদের
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নীত স্কুলগুলির প্রধান শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্ট নিতে এখনও মুচলেকা দিতে হচ্ছে। তাঁদের লিখিত প্রতিশ্রুতি দিতে হচ্ছে, সরকার যদি এই সংক্রান্ত কোনও নীতিগত পরিবর্তন করে, তাহলে সেই ইনক্রিমেন্ট ফিরিয়ে দিতে হবে। এরকম শর্তকে অসম্মানজনক আখ্যা দিয়ে অনেকেই, আর সেই ইনক্রিমেন্ট নিতে রাজি হচ্ছেন না তাঁরা। এই শর্ত প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে তাঁদের তরফে।
নতুন সরকার আসার পরে বহু স্কুলকে উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নীত করে। ফলে সেখানকার প্রধান শিক্ষকদের কাজের দায়িত্বও বেড়ে যায়। ২০১৪ সালে এরকম প্রধান শিক্ষকদের জন্য বাড়তি ৩ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করে শিক্ষাদপ্তর। সেই ঘোষণা করা হয় রোপা ২০০৯-এর নীতি অনুসরণ করেই। তবে, ঘোষণাই সার ছিল। তা দেওয়া শুরু হয়নি। এই অর্ডারের ভিত্তিতে মামলা করে ২০১৭ সালে প্রথম ইনক্রিমেন্ট পান তমলুকের একটি স্কুলের প্রধান শিক্ষক তিমিরবরণ ভট্টাচার্য। তবে, যেদিন তাঁকে দপ্তর ইনক্রিমেন্ট দেয়, তার পরদিনই তা দেওয়ার অর্ডার বাতিল করে দপ্তর। তবে, তারপর থেকে বহু প্রধান শিক্ষক মামলা করে ইনক্রিমেন্ট পেয়েছেন। এর পরে দপ্তর নীতি নেয়, মামলা না করলে ইনক্রিমেন্ট না দেওয়ার। তবে, একের পর এক মামলার হেরে দপ্তর এই মুচলেকার নিয়ম চালু করে। বর্তমানে অবসরপ্রাপ্ত তিমিরবরণবাবু বলেন, ১৫ বছরেও কোনও নীতি সরকার তৈরি করতে পারল না, এটা বিস্ময়ের। তাই অসম্মানজনক শর্ত ছাড়াই এই ইনক্রিমেন্ট চালু করুক দপ্তর। 
19d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা