রাজ্য

কলকাতা থেকে ‌ইউরোপ-আমেরিকা সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা থেকে ‌ইউরোপ ও আমেরিকার সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে শাসক দল  তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সঙ্গে  যেতে রাজি বিরোধী বিজেপি পরিষদীয় দল। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি  বিমান পরিষেবা চালু করা নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় প্রস্তাব আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি পরিষদীয় দল  সমর্থন করায় বিধানসভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছে। পাশপাশি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা বলেন, কলকাতা বিমানবন্দর থেকে ইউরোপ-আমেরিকায় সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয়  দুটি বিশেষ অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়ে রেখেছে। কিন্তু এরপরেও যদি কোনও সমস্যা তৈরি হয়,  তা মেটাতে রাজ্যের বিধায়ক প্রতিনিধি দলকে দিল্লিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। তখন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে আলোচনা হলে তাতে বিজেপিও থাকবে।  প্রয়োজনে  দশজন 
বিজেপি বিধায়ক ওই প্রতিনিধি দলে যাবেন।  এই বিষয়টির মধ্যে কোনও রাজনীতি নেই। এটা রাজ্যের স্বার্থের  বিষয়।  
প্রস্তাবের উপর জবাবি ভাষণ দেওয়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য  বিরোধী দলনেতার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, একসঙ্গে যেতে রাজি থাকার কথা জেনে  ভালো লাগল। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে মাধুর্য আছে সেটা এখন ওঁরা বুঝছেন, আগে বুঝতেন না। এর পাশাপাশি বক্তব্য রাখার সময় তাঁকে ‘মাননীয়’ বলে সম্বোধন করার জন্যও বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানান চন্দ্রিমাদেবী। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অনুমোদন আছে সেটা তাঁরা জানেন। তাঁরা চাইছেন, কেন্দ্রীয় সরকার এব্যাপারে সচেষ্ট হোক। 
বিধানসভার ভিতরে ও বাইরে শাসক ও বিরোধী দলের মধ্যে যে ধরনের সম্পর্ক গত কয়েক বছর ধরে রয়েছে তার প্রেক্ষিতে এদিনের এই ঘটনাটি অন্যরকম এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের কোনও ইস্যু নিয়ে কেন্দ্রের কাছে একসঙ্গে শাসক ও বিরোধী দলের বিধায়কদের যেতে  রাজি হওয়ার ঘটনা আগে কখনও হয়নি।   কয়েক মাস আগে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা ছিল। সেখানে বিরোধী দলনেতার অনুরোধ মেনে লিখিত প্রস্তাবে একটি সংশোধনী আনতেও রাজি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সংশোধনী আনার পর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।  সরাসরি বিমান চালু করা সংক্রান্ত এই প্রস্তাবটি নিয়ে এদিন বিধানসভায় আলোচনার হয়। তখন শাসক ও বিরোধী দলের বিধায়কদের কিছুটা চাপানউতোর চলে। তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার বলেন, কেন্দ্র পশ্চিমবঙ্গকে হেয় করতে এবং পিছিয়ে দিতে চাইছে। এই কারণে ‌কলকাতা থেকে ইউরোপ ও আমেরিকায় সরাসরি বিমান চালু করার ব্যাপারে তারা সক্রিয় নয়। এতে যাত্রীদের অসুবিধা হচ্ছে। বাংলায় বিদেশি পর্যটক কম আসছেন।  বিজেপি বিধায়ক বিশাল লামা এবং অরূপ দাস অবশ্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ খারিজ করেন। তাঁরা যুক্তি দেন, রাজ্য শিল্প-বাণিজ্যে পিছিয়ে। এজন্যই এখান থেকে বিদেশে যাওয়ার বিমানযাত্রী কম এবং ইউরোপ ও আমেরিকার মধ্যে সরাসরি বিমান চালাতে বিমান সংস্থাগুলি আগ্রহী নয়। 
20d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা