রাজ্য

উত্তরপ্রদেশের থেকে কম আসছে নতুন আলু, বঙ্গে এখনই দাম কমা নিয়ে সংশয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশ থেকে ভালো মানের নতুন আলু বেশি পরিমাণে ঢুকতে এখনও ১০-১৫ দিন লাগতে পারে। ওই আলু বাজারে বেশি পরিমাণে ঢুকলে দাম কমবে বলে আাশা করছেন সরকারি টাস্ক ফোর্সের সদস্যরা। উত্তরপ্রদেশের নতুন আলু এখন খুব কম পরিমাণে বাজারে আসছে। চাহিদার তুলনায় জোগান কম থাকার জন্য ওই আলুর দাম আরও বেশি। ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে তা কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, উত্তরপ্রদেশের আলু বেশি পরিমাণে ঢুকতে শুরু করলে খুচরো বাজারে দাম ২৫ টাকার আশপাশে চলে আসবে বলে তাঁরা আশা করছেন। রাজ্যে উৎপাদিত নতুন আলু বাজারে আসতে জানুয়ারি মাস হয়ে যাবে। 
ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায়  কলকাতা সহ বিভিন্ন জেলার খুচরো বাজারে সরবরাহ করার জন্য বুধবার থেকে হিমঘরে মজুত আলু ফের বের হতে শুরু করেছে। হিমঘর মালিকদের সংগঠনের কর্তা পতিতপাবন দে জানিয়েছেন, মাঝারি মানের জ্যোতি  আলু হিমঘর থেকে বের হওয়ার পর প্রতি কেজিতে দাম পড়ছে ২৬ টাকার আশপাশে। কিন্তু বাছাই করা ভালো মানের আলুর দাম ২৮-২৯ টাকা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকার খুচরো বাজারে ভালো মানের বাছাই আলুর চাহিদা বেশি। টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, তাঁরা বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন খুচরো বাজার পরিদর্শন করে দেখেছেন ৩৪ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। জোগান বাড়লে হিমঘরের আলুর দাম কিছুটা কমবে বলে টাস্ক ফোর্সের আশা। যদিও সাধারণ ক্রেতাদের অভিজ্ঞতা কলকাতার অনেক খুচরো  বাজারে এখনও ৩৫ টাকার বেশি দামে আলু বিক্রি হচ্ছে। 
ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে নতুন আলুর দাম কমছে। মাঝারি মানের আলুর দাম সেখানে পাইকারি বাজারে  প্রতি কেজিতে বৃহস্পতিবার ১৮  টাকা  থেকে কমে ১৬ টাকা হয়েছে। কিছুদিনের মধ্যে উত্তরপ্রদেশের ভালো মানের আলু আরও বেশি পরিমাণে বাজারে আসতে শুরু করলে দাম আরও কমবে। 
20d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা