রাজ্য

তৈরি হতে চলেছে রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, ভবানীপুর নামাঙ্কিত তিনটি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে তৈরি হতে চলেছে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য জায়গা চিহ্নিত করা, পরিকাঠামো গঠন সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। এই সূত্রেই রাজ্য বিধানসভার চলতি অধিবেশনে আসছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল। এই বিলের উপর আলোচনা হবে বিধানসভার অধিবেশনে। আগামী বুধবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে ‘দ্য ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে। ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটির তরফে এই বিশ্ব্ববিদ্যালয় গঠন করা হচ্ছে। উল্লেখ্য, ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। এছাড়াও আরও দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে রাজ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। তার জন্য বিধানসভায় একটি বিল আনা হচ্ছে। ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে। এই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত দ্য কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট। পাশাপাশি খড়দহ থানার অন্তর্গত আগরপাড়ায় তৈরি হতে চলেছে রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে। এই বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। ফলে উচ্চ শিক্ষার প্রসারে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে রাজ্য সরকারের চিন্তাভাবনাকে সদর্থক বলে জানিয়েছে শিক্ষা মহল।
অন্যদিকে, পুরসভা সংক্রান্ত দু’টি বিল নিয়ে আগামী সোমবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে। তার আগে চলতি সপ্তাহে বুধবার হোটেল ও রেস্তরাঁ সংক্রান্ত একটি বিল নিয়ে বিধানসভার অধিবেশনে আলোচনা হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিলের বিষয়বস্তু বিস্তারিতভাবে অধিবেশনে ব্যাখ্যা করেন। মূলত হোটেল ও রেস্তরাঁয় যে সমস্ত কর বাকি রয়েছে, সেগুলি আলোচনার মাধ্যমে সমাধান তৈরির রাস্তা প্রশস্ত করতে চাইছে রাজ্য, যাতে পর্যটন ব্যবস্থা আরও সুগম হয়।
21d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা