রাজ্য

‘এ প্লাস’ ৫টি মেডিক্যাল কলেজ, বাংলার মান রাখল দেশে অবহেলিত হোমিওপ্যাথি

বিশ্বজিৎ দাস, কলকাতা: মাসকয়েক আগেই ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (এনআইআরএফ) তালিকায় দেশের প্রথম ২০টি মেডিক্যাল কলেজের মধ্যে বাংলার কোনও মডার্ন মেডিসিনের মেডিক্যাল কলেজের নাম ছিল না। সদ্য প্রকাশিত আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজগুলির তালিকায় ভারতের অন্যতম প্রাচীন জে বি রায় স্টেট আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের র‌্যাঙ্ক ছিল ১৪৩! একাধারে অ্যালোপ্যাথি বা মডার্ন মেডিসিন, অন্যদিকে আয়ুর্বেদ—চিকিৎসাশাস্ত্রের দুই ধারায় জাতীয় র‌্যাঙ্কিংয়ে বেহাল ফলের মধ্যে রাজ্যের মান রাখল হোমিওপ্যাথি। তাও আবার যে শাখা মূলস্রোত এবং বিকল্প চিকিৎসা—দুইয়ের মধ্যে জাতীয় স্তরে সবচেয়ে বেশি অবহেলিত। 
রাজ্যে রয়েছে সবসুদ্ধ ১১টি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং জাতীয় প্রতিষ্ঠান সল্টলেকের এনআইএইচ। এই ১২টি কলেজের মধ্যে পাঁচটি জাতীয় র‌্যাঙ্কিংয়ে পেল সর্বোচ্চ ‘এ প্লাস’ তকমা! এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান রাজ্য সরকারের—ট্যাংরার ডি এন দে, মানিকতলার ক্যালকাটা এবং হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ। বাংলায় অবস্থিত জাতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি (এনআইএইচ) এবং নারকেলডাঙার একটি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজও ‘এ প্লাস’ র‌্যাঙ্ক পেয়েছে। প্রসঙ্গত, দেশের ২৬৬টি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের মধ্যে ২১৬টি এই র‌্যাঙ্কিংয়ে অংশগ্রহণের যোগ্যতা পূরণ করেছিল। তার মধ্যে সম্পূর্ণ সরকারি পাঁচটি কলেজ ‘এ প্লাস’ পায়, তার মধ্যে চারটিই বাংলার। 
কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার আওতাভুক্ত ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর এডুকেশন টেকনোলজি (ন্যাবেট) এই র‌্যাঙ্কিং প্রকাশ করে। তাদের এই দায়িত্ব দিয়েছিল হোমিওপ্যাথির শীর্ষ সংস্থা ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি। মে-জুন মাসে রাজ্যের কলেজগুলিতে পরিদর্শন হয়। কোয়ালিটি কাউন্সিলের দু’জন এবং ন্যাবেটের একজন প্রতিনিধি বডি ক্যামেরা নিয়ে পরিদর্শন করেন। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রজত চট্টোপাধ্যায় বলেন, ‘এই প্রথমবার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পঠনপাঠন, রোগী পরিষেবাসহ সমস্ত বিষয়ের গুণগত মান ওঁরা দেখেছিলেন। কোন কলেজ থেকে কতগুলি গবেষণাপত্র জমা পড়েছে, কতজন ছাত্রছাত্রী হোমিওপ্যাথির বিভিন্ন শাখায় এবং কর্মজীবনে সফল হয়েছেন দেখা হয়েছে সেটিও।’ ডি এন দে’র কার্যনিবাহী অধ্যক্ষ ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘কলেজের উন্নয়নে রাজ্য সরকার নানাভাবে সাহায্য করেছে। ‘এ প্লাস’ পাওয়া বিশেষ দায়িত্বের ব্যাপার। এখন এই তকমা ধরে রাখাই আমাদের লক্ষ্য।’ 
21d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা