শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

হাওড়ার বাগনানে বেকারি কারখানায় অগ্নিকাণ্ড

বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হল বেকারি কারখানা সহ একটি গোডাউন এবং পাশে থাকা কয়েকটি বাড়ি। গতকাল, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার খাদিনানে

হাওড়ার বাগনানে বেকারি কারখানায় অগ্নিকাণ্ড

বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হল বেকারি কারখানা সহ একটি গোডাউন এবং পাশে থাকা কয়েকটি বাড়ি। গতকাল, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার খাদিনানে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, সোমবার রাত ১২.৩০ মিনিট নাগাদ বাগনানের খাদিনান এলাকায় একটি বেকারি কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন পাশের একটি গোডাউনে ছড়িয়ে পড়ে। ওই গোডাউনে প্রচুর প্লাস্টিক মজুত করে রাখা ছিল বলে জানা গিয়েছে। পরে সেই আগুন আশেপাশে থাকা বাড়িতেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, দমকলের দুটি ইঞ্জিনের মধ্যে একটি বিকল হয়ে পড়ে। যার ফলে আগুন নেভাতে দেরি হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে উলুবেড়িয়া দমকল কেন্দ্রের আধিকারিকরা। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। তবে এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের ঘটনা না ঘটলেও, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগল? তদন্ত শুরু করেছে দমকল ও পুলিস।