রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

উল্টোরথে ভক্ত সমাগম দীঘায়, জগন্নাথ দেবকে নিবেদন করা হল ৫৬ ভোগ

উল্টোরথে ভক্ত সমাগম দীঘায়, জগন্নাথ দেবকে নিবেদন করা হল ৫৬ ভোগ

উল্টোরথ উপলক্ষ্যে আজ, শনিবার বেলা সাড়ে ১২টায় দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়িতে ৫৬ ভোগ নিবেদন করা হল। আরতির পর কিছুক্ষণের মধ্যে পাহাণ্ডি বিজয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সুদর্শন চক্র মাসির বাড়ি থেকে রথে নিয়ে যাওয়া হবে। এদিন বেলা দেড়টা নাগাদ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রথে তোলা হবে। বিকেল ৪টেতে মাসির বাড়ি থেকে রথের চাকা গড়াবে জগন্নাথ মন্দিরের উদ্দেশে। উল্টোরথ উপলক্ষ্যে হাজার হাজার ভক্ত সমাগম ঘটেছে দীঘায়। মাসির বাড়িতে ভক্তদের প্রসাদ দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। 

 

রাশিফল