কলকাতা

লক্ষ্যমাত্রা অনুযায়ী জলপ্রকল্পের কাজ শেষ করার নির্দেশ মেয়রের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্যমাত্রা তৈরি করে কাজ করুন। প্রকল্পের কোন কাজ কবে হবে, তার ‘বার চার্ট’ তৈরি করুন। কাজ কতদূর এগল বার চার্ট ধরে প্রতিমাসে রিভিউ করুন। শুক্রবার জল সরবরাহ বিভাগ সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের এই নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গড়িয়া ঢালাই ব্রিজে শুরু হওয়া পুরসভার জল উৎপাদন প্রকল্পের (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট) কাজ প্রসঙ্গে এই বার্তা দেন মেয়র। এই প্রকল্প চালু হলে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং যাদবপুরের একাংশ উপকৃত হবে। 
যাদবপুরের সন্তোষপুর থেকে পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার অভিযোগ আসে এদিন। গভীর নলকূপের জলে প্রচুর আয়রন। তা খাওয়ার অযোগ্য। এমন অভিযোগ জানান এক বাসিন্দা। মেয়র বলেন, এই মুহূর্তে পরিশুদ্ধ পানীয় জল দেওয়া সম্ভব নয়। কারণ পর্যাপ্ত জল নেই। আরও দু’বছর অপেক্ষা করুন। গড়িয়া ঢালাই ব্রিজে জলপ্রকল্পের কাজ শেষ হলে পরিশুদ্ধ পানীয় জল মিলবে। তারপর বিভাগীয় আধিকারিকদের লক্ষ্যমাত্রা মেনে সময়ের মধ্যে কাজ শেষ করার 
নির্দেশ দেন ফিরহাদ। তিনি বলেন, ‘মানুষের কাছে যেন মিথ্যাবাদী না 
হই। কাজ সময়ের মধ্যে ডেলিভারি করতে হবে।’ 
প্রসঙ্গত ঢালাই ব্রিজে ১০ মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি করছে পুরসভা। খিদিরপুর থেকে গঙ্গার জল পাইপলাইনের মাধ্যমে তুলে এই প্রকল্পে শোধন হবে। তারপর সেই পরিশুদ্ধ জল বাড়ি বাড়ি সরবরাহ হবে। ইতিমধ্যেই পাইপলাইন পাতার কাজ হয়ে গিয়েছে। সেই সঙ্গে সঠিকভাবে বন্টনের জন্য বিভিন্ন ওয়ার্ডে জলাধার এবং বুস্টার পাম্পিং তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, 
প্লান্ট তৈরি করতে খরচ হচ্ছে ৭৮ কোটি টাকা। 
12d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা