কলকাতা

অ্যাথলিট কোচিং ক্যাম্পে নাবালিকাকে যৌন নির্যাতন, নামকরা প্রশিক্ষকের পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বরানগর: এবার অ্যাথলিট প্রশিক্ষণ কেন্দ্রে নাবালিকা ছাত্রীর যৌন নির্যাতন! এই অভিযোগে কলকাতা ময়দান তথা দেশের অন্যতম সেরা এক অ্যাথলিট কোচের ছেলেকে খড়দহ থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রুদ্রপ্রতাপ রায় ওরফে বান্টু। শুক্রবার ধৃতকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াজগতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি পানিহাটি পুরসভার ১৭নম্বর ওয়ার্ডের পি সি চ্যাটার্জি রোডের এ সি সি (অ্যাথলিট কোচিং ক্যাম্প) মাঠ লাগোয়া এলাকায়। অভিযুক্তের বাবা ওই মাঠেই দীর্ঘদিন ধরে অ্যাথলিটদের প্রশিক্ষণ ক্যাম্প চালান। গত কয়েক বছর ধরে তাঁর ছেলেও ওই ক্যাম্পে প্রশিক্ষণ দিয়ে আসছে। পানশিলা এলাকায় বছর পনেরোর এক কিশোরীও ওই ক্যাম্পে প্রশিক্ষণ নিত। অভিযোগ,  যোগা প্রশিক্ষণের সময় ধৃত যুবক তার শ্লীলতাহানি করে। এমনকি পোশাক পরিবর্তনের সময়ও তাকে ‘ব্যাড টাচ’ করে বলে অভিযোগ। ছাত্রী বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিস্থিতি বেগতিক বুঝে বান্টু ক্যাম্পের অন্যান্য শিক্ষার্থীকে ফোন করে ‘ম্যানেজ’-এর চেষ্টাও চালায়। এমনকী, ওই কিশোরী যাতে বিষয়টি নিয়ে বেশি হইচই না করে, সেই জন্য তার মা’কে বোঝায়। সেই কল রেকর্ডিং ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার নাবালিকার পরিবার খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় বলেন, ‘আমার মক্কেল নির্দোষ। খেলার রাজনীতিতে তাঁকে পরিকল্পনামাফিক ফাঁসানো হয়েছে। বিদেশ থেকে কোর্স করে এসে এখানে তিনি দীর্ঘদিন প্রশিক্ষণ দিচ্ছেন সুনামের সঙ্গেই।’
12d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা