কলকাতা

পুরমন্ত্রীর কাছে ‘দরবার’ বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, কলকতা: রাজ্য বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের আরও একটি ‘উইকেট’ কি পড়তে চলেছে? শুক্রবার, কলকাতা পুরসভায় মেয়র তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের সাক্ষাৎ সেই জল্পনাই উস্কে দিয়েছে। এদিন প্রায় আধঘণ্টা মেয়রের ঘরে ছিলেন তিনি। দলবদলের প্রসঙ্গ অবশ্য দু’পক্ষই এড়িয়ে গিয়েছেন। কিন্তু, এক প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিমের ‘হাসি’—তাঁর কাছে বিজেপি বিধায়কের ‘দরবার’ রাজনৈতিক গুঞ্জন বাড়িয়ে দিয়েছে। এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর প্রাক্তন বাম, অধুনা বিজেপি বিধায়ক বিশ্বনাথবাবু বলেন, ‘আরামবাগ পুর এলাকায় স্মার্ট সিটির টাকা নয়ছয় হয়েছে। বিভিন্ন স্কুলের সোলার প্যানেল ভেঙে পড়ছে। এই আর্থিক দুর্নীতির কথাই পুরমন্ত্রীকে জানাতে এসেছিলাম।’ তাঁর কথায়, ‘এটা দলবদলের কোনও বিষয় নয়। দীর্ঘদিনের পরিচিত, এত বছর ধরে একসঙ্গে বিধায়ক রয়েছি। গোঘাটে এবং আরামবাগে কিছু সমস্যা হলে উনি(হাকিম সাহেব) যান। আমরা বললে সমাধান করেন। বিধায়ক হিসেবে তাই আরামবাগ পুরসভার মানুষের ব্যথা পুরমন্ত্রীকে জানিয়ে গেলাম।’ তবে বিশ্বনাথ কারকের তৃণমূলে যোগদানের প্রশ্ন শুনে মুচকি হেসেছেন ফিরহাদ হাকিম। আর তাতেই জল্পনা আরও জোরালো হয়েছে। এছাড়া আরামবাগ পুরসভার দুর্নীতির প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সোলার প্যানেলগুলি নাকি ভেঙে পড়েছে। বিষয়টি ইতিমধ্যেই বিভাগীয় সচিবকে তদন্ত করে দেখতে বলেছি। অভিযোগ এলে তার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়াই আমার কাজ।’
12d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা