কলকাতা

কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে ডিজিটাল অ্যারেস্টের নাম করে চলছিল সাইবার প্রতারণা। জালিয়াতির টাকা জমা করার জন্য বাবার নামে ভুয়ো কোম্পানিও খোলে অভিযুক্ত। সেখানে জমা পড়ত কোটি কোটি টাকা। দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চক্রের অন্যতম পান্ডা অভিষেক চক্রবর্তীকে কোচবিহার জেলার অসম-বাংলা সীমানা থেকে গ্রেপ্তার করল ইন্দোর পুলিস। কলকাতার বিভিন্ন হোটেলে বসে সে এই কাজ চালাচ্ছিল বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে ইন্দোর পুলিস ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার প্রতারণার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। তাদের বিভিন্ন অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায়, কোচবিহারের বাসিন্দা অভিষেক চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে। জানা যায়, তার  নামে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। সেখানে জমা পড়ছে জালিয়াতির টাকা। পরে তা আবার অন্য অ্যাকাউন্টে স্থানান্তর হয়েছে। ইন্দোরে এক মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে ১ কোটি ৯৬ লক্ষ টাকা হাতানো হয়। সেটিও গিয়েছে ওই প্রতারকের অ্যাকাউন্টে। এমনকী সে কলকাতা থেকে পুণে গিয়েছে টাকা হস্তান্তর করার জন্য। তদন্তে উঠে আসে, তার একটি কম্পিউটার শেখানোর স্কুল রয়েছে। সেখানে বিভিন্ন বয়সের যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়। অভিষেক নিজে প্রশিক্ষণ দেয়। সকলেই তাকে শিক্ষক হিসেবে জানলেও আড়ালে সে প্রতারণা চক্র চালাত। ডিজিটাল অ্যারেস্ট গ্যাংয়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সাইবার জালিয়াতদের সঙ্গে যোগ দেওয়ার পর সে একটি কোম্পানি খোলে। সেখানে টাকা জমা পড়ত। কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা লেনদেনের অঙ্ক কম হওয়ায় সে বাবার নথি দিয়ে কাগুজে কোম্পানি খোলে। ওই কোম্পানির নামে কারেন্ট অ্যাকাউন্ট চালু করে। যেখানে কোটি টাকা লেনদেন চালানোর অনুমতি ছিল। এরপরও আরও কয়েকটি কোম্পানি খোলা হয় জালিয়াতির টাকা জমা করার জন্য। সবকটির ঠিকানা দেখানো হয়েছিল কলকাতা। এখানে সাইবার প্রতারণার টাকা জমা পড়ার পর অভিষেককে আসতে বলা হয় পুনেতে। সেখানে সাইবার প্রতারণা গ্যাংয়ের অন্য সদস্যদের সঙ্গে দেখা করে টাকা তুলে দেয়। শেষ পর্যন্ত পুলিসের জালে অভিষেক। ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে,  কোন কোন রাজ্যে ডিজিটাল অ্যারেস্টের নামে কত টাকা হাতিয়েছে প্রতারকরা।
12d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা