কলকাতা

টালিগঞ্জে ডাস্টবিনে উদ্ধার মহিলার মুণ্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকাল ৯টা। বাজার থেকে মাছ কিনে ফিরছিলেন স্থানীয় এক প্রৌঢ়। গল্ফক্লাবের পিছনে আস্তাকুঁড়ে চোখ পড়তেই দাঁড়িয়ে পড়েন তিনি। সবুজ বস্তার ভিতর থেকে কেউ কি উঁকি দিচ্ছে? সামনে যেতেই ডিসেম্বরের শীতেই যেন হিমশীতল স্রোত বয়ে যায় প্রৌঢ়ের মেরুদণ্ড বেয়ে। প্লাস্টিকে মোড়া মহিলার মুণ্ড। চুল উশকোখুশকো। কানে সোনার দুল। বাকি দেহাংশ? নেই। কেউ অন্যত্র খুন করে মুণ্ডটা ফেলে রেখে গিয়েছে। দিনভর তদন্তের পর রাতেই মিলল তথ্য। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম খাদিজা বিবি। বাড়ি ডায়মন্ডহারবারের মগরাহাট থানা এলাকায়। তিনি কলকাতায় পরিচারিকার কাজ করতে আসতেন। এই খুনের ঘটনায় রাতে ডায়মন্ডহারবার থেকেই এক রং মিস্ত্রিকে আটক করা হয়েছে। তার নাম আতিকুর লস্কর। এই রং মিস্ত্রির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে মহিলা খুন হয়েছেন বলে প্রাথমিক অনুমান। 
সাতসকালেই অবশ্য রোমহর্ষক এই হত্যাকাণ্ডের রহস্য ছড়ায় টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকার গ্রাহাম রোডে। স্থানীয় এক কালীমন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে ময়লা ফেলার জায়গা, ডাস্টবিন। প্রাথমিকভাবে কাটা মুণ্ড উদ্ধারের খবর যায় গল্ফগ্রিন থানায়। কিন্তু ঘটনাস্থল রিজেন্ট পার্ক থানা এলাকাভুক্ত। তাই সেই থানার পুলিস অকুস্থলে পৌঁছয়। মহিলার কাটা মাথা উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রাজ্য পুলিস সূত্রের খবর, শুক্রবার রাতেই ডায়মন্ডহারবার থানা এলাকার বাসবডাঙা পঞ্চগ্রাম থেকে আতিকুরকে আটক করা হয়। কলকাতায় কাজ করতে আসার সূত্রে ট্রেনে খাদিজার সঙ্গে  ওই রং মিস্ত্রির আলাপ। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে। ডায়মণ্ডহারবার থানায় জেরার মুখে আতিকুর জানিয়েছে, মহিলার মুণ্ড ওই এলাকায় ফেলে এদিন ভোরেই সে যাদবপুর স্টেশন থেকে ট্রেনে ডায়মন্ডহারবারে চলে আসে। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, মৃত্যুর পরই করাত দিয়ে মুণ্ডচ্ছেদ করা হয়েছিল।  লালবাজার জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মুণ্ড উদ্ধার হওয়ার ১০ থেকে ১২ ঘণ্টা আগে। 
এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছে ছিলেন ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিতা। কোন পথে আততায়ী এসে দেহাংশ ফেলে যায়, তা জানতে লালবাজার থেকে ডাকা হয় ডগ স্কোয়াডকে। স্নিফার ডগ এসে মুণ্ডটা শুঁকে গোটা এলাকায় ঢুঁ মারে। এরপরে আচমকাই গোয়েন্দা-কুকুর ছুটতে থাকে আজাদগড়ের দিকে। সেখানে তখন তীব্র চাঞ্চল্য। মুণ্ড উদ্ধারের ঘটনা ততক্ষণে চাউর হয়ে গিয়েছে। উৎসুক মানুষের ভিড়ে যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়।  
মুণ্ড উদ্ধারের জায়গা থেকে প্রায় ৬০০ মিটার দূরে আধারশিলা অ্যাপার্টমেন্টে পৌঁছয় ‘গোয়েন্দা-কুকুর’। ঠিকানা ১২০এ, এনএসসি বোস রোড। আবাসনের গেট খুলতেই সেখানে ঢোকে স্নিফার ডগ। পুলিস সূত্রের খবর, ওই আবাসনের গ্রাউন্ড ফ্লোরে পার্কিং লট রয়েছে। সেখানে মাসখানেক আগে কাঠের মিস্ত্রিরা কাজ করেছিলেন। ওই জায়গাতেই ঘুরঘুর করে ‘গোয়েন্দা-কুকুর’। সেই মিস্ত্রিদের মধ্যেই কি আতিকুর ছিল? উত্তর খুঁজছে পুলিস। আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। মৃতদেহের ছবিও দেখানো হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, মহিলার হত্যা ও গ্রাহাম রোডের ঘটনাস্থলের সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরের কোনও যোগসূত্র রয়েছে। সূত্রের খবর, ওই রং মিস্ত্রির সঙ্গে মৃতার একটি ছবি পায় পুলিস। সেই ছবি ডায়মন্ডহারবার পুলিস জেলাকে পাঠানো হয়েছিল। সন্দেহভাজনের ফোন নম্বরও জোগাড় করা হয়। দেখা যায়, মুণ্ড উদ্ধার হওয়ার জায়গাতেও ফোনের টাওয়ার লোকেশন মিলেছে। সন্দেহ আরও বাড়তে থাকে। তারপর রাতেই তদন্তকারীরা আতিকুরকে আটক করেন।
12d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা