কলকাতা

দরজায় গণধর্ষণের হুমকি চিঠি, তীব্র চাঞ্চল্য হাবড়ায়

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বাড়ির সদর দরজায় চিঠি সেঁটে গৃহবধূকে গণধর্ষণের হুমকি। বৃহস্পতিবার রাতের ঘটনায় হাবড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, চিঠিটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চিঠি দিয়ে এই ধরনের হুমকি কস্মিনকালে কোথাও ঘটেছে কি না, মনে করতে পারছেন না কেউ। তদন্তকারীদের অনুমান, স্থানীয় বা পারিবারিক শত্রুতার কারণে এই ধরনের হুমকি চিঠি দেওয়া হতে পারে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নগরথুবা আক্রামপুর এলাকায় বাড়ি ওই গৃহবধূর। আগে তিনি পরিচারিকার কাজ করতেন। স্বামী ও দুই ছেলে সকালেই কাজে বেরিয়ে যান। রাত ১০টার পর তাঁরা বাড়িতে ফেরেন। দিনভর বাড়িতে একাই থাকেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঘরেই ছিলেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। রাতে বাইরে বেরতেই দেখেন দরজার বাইরে দিকের পাল্লায় একটি কাগজ সাঁটানো। নীচে পড়ে রয়েছে মদের খালি বোতল। কাগজের লেখা— ‘সাবধান। আমরা হলাম ধর্ষক। আগামী পাঁচদিনের মধ্যে রাতে বাড়িতে এসে তোকে তুলে নিয়ে যাব। ১৫ জন মিলে ধর্ষণের পর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব।’ এছাড়াও নানা অশ্লীল কথা লেখা ছিল ওই কাগজে। চিঠির একেবারে নীচে লেখা রয়েছে, ইতি— ধর্ষক অজিদা, বাংলাদেশ। এই চিঠি দেখার পর থেকেই পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। শুক্রবার এক ছেলেকে সঙ্গে নিয়ে গৃহবধূ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে এই এলাকায় রয়েছি। কখনও এমন ঘটনার সম্মুখীন হইনি। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। কারা এই কাজ করেছে, সেটাই বুঝতে পারছি না। পুলিস এসেছিল। আমি চাই, যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’
হাবড়া থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
12d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা