কলকাতা

ধর্ষণ-খুন কাণ্ডে তদন্তে ফরেন্সিক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সন্দেশখালির ন্যাজাটে এক যুবতীর দেহ উদ্ধার হয় পুকুর থেকে। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় জেরা করছে পুলিস। কিন্তু কেউই সেই অর্থে মুখ খুলছেন না বলে অভিযোগ। ফলে, সমস্যায় পড়তে হচ্ছে পুলিসকে। রবিবার দুপুরে ফরেন্সিকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল খতিয়ে দেখে। এদিকে, রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিজেপির প্রতিনিধিরাও। পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা।
বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর সন্দেশখালির ন্যাজাটে একটি পুকুর থেকে উদ্ধার হয় এক আদিবাসী যুবতীর দেহ। তাঁর হাত ও পা ছিল বাঁধা। প্রথম থেকেই পরিবারের সদস্যরা ধর্ষণ করে খুনের অভিযোগ তোলেন। তবে গোটা ঘটনার কারণ খতিয়ে দেখতে বিভিন্ন সূত্র মারফত তদন্ত শুরু করেছে পুলিস। ৪ ডিসেম্বর যুবতী নিখোঁজ হওয়ার দিন একটি নলকূপ থেকে জল পান করেছিলেন। তারপর এক যুবকের বাইকে চেপে তিনি চলে যান। এর তিনদিন পরে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
স্থানীয় এক মহিলা পুকুরে মৃতদেহটি লক্ষ্য করেন। পুলিসকে ইতিমধ্যেই সব জানিয়েছেন তিনি। বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, আমরা বিভিন্ন দিক থেকে এই ঘটনার তদন্ত করার চেষ্টা করছি। বিভিন্নভাবে প্রায় ১৫ জনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু কেউই সেই অর্থে মুখ খুলতে চাইছেন না। নিখোঁজের দিন ওই যুবতী কল থেকে জল খেয়ে বাইকে চেপে চলে যান। কার সঙ্গে গিয়েছিলেন বা কেন গিয়েছিলেন, সেটাই আমরা খতিয়ে দেখছি। আশা করছি দ্রুত কিনারা হবে। - নিজস্ব চিত্র
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা