কলকাতা

স্কুলে পরীক্ষা দিতেও যেতে পারছে না পড়ুয়ারা, বেহাল সেতুর মেরামতে হুঁশই নেই প্রশাসনের

সংবাদদাতা, বারুইপুর: সেতুর কাঠের পাটাতন ভেঙে ঝুলছে। বড় আকারের ফাটল দেখা দিয়েছে। কাঠের টুকরো ও বাঁশ দিয়ে বেঁধে কোনওরকমে ঠেকনা দিয়ে রাখা। এর মধ্যে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলছে যাতায়াত। স্কুলের ছাত্র-ছাত্রীরা সেতু দিয়ে পারাপার করতে হবে বলে ভয়ে পরীক্ষা পর্যন্ত দিতে যায়নি। বারুইপুর ব্লকের বৃন্দাখালি পঞ্চায়েতের জয়াতলা-ক্যানিং ডেভিস আবাদ সংযোগকারী সেতুটির এই অবস্থা প্রবল সমস্যায় ফেলেছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোনও হুঁশ নেই প্রশাসনের। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, ‘এই কাঠের সেতু মেরামত করা হয়েছিল। আবার দেখা হবে।’ জয়াতলা বাজারের পিছনে রয়েছে এই কাঠের সেতুটি। তা ধরে ক্যানিং ডেভিস আবাদ থেকে শুরু করে নিকারিঘাটা, তেঁতুলবেড়ে, দাড়িয়া এলাকার লোকজন জয়াতলায় যাতায়াত করেন। জয়াতলা হাইস্কুলে এই সেতু দিয়েই আসে পড়ুয়ারা। বাজারে সব্জি বিক্রি করতে আসা প্রচুর মানুষও যাতায়াত করেন। এখন সেতুতে উঠলেই তা থরথর করে কাঁপে। দু’দিকের বাঁশও ভেঙে গিয়েছে। এর মধ্যেই বিপদ মাথায় নিয়ে চলছে ভ্যান, বাইক। ফাটলের জায়গায় এলে চালক নেমে যান। লোকজন জড়ো করে তবে গাড়ি পার করতে হয়।
মান্নান মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সন্ধ্যা হলেই যাতায়াত বন্ধ। সেতুতে ওঠার পর অনেকে জলেও পড়ে গিয়েছেন। যে কোনও দিন পুরো ব্রিজটি ভেঙে পড়তে পারে। তখন হয়ত টনক নড়বে প্রশাসনের।’ অন্যান্য ভুক্তভোগীরা বলেন, ‘সেতু সংস্কারের জন্য পঞ্চায়েত, ব্লক অফিস সহ সব জায়গায় যাওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। স্কুলের পঞ্চম-ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীরা ভয়ে পরীক্ষা পর্যন্ত দিতে যেতে পারেনি।’ - নিজস্ব চিত্র
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা