কলকাতা

‘তোলা’ না পেয়ে বেধড়ক মারধর, অভিযুক্ত খোদ পুলিস

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বিধাননগর: পুলিস হেফাজতে ধৃতকে মারধরের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধেই। শুধু তাই নয়, এক্ষেত্রে তদন্তকারী অফিসার নিজেই অভিযুক্ত! শনিবার এই অভিযোগ সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বারাসত আদালত চত্বরে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পুলিসের ওই তদন্তকারী অফিসার।  
ঘটনার সূত্রপাত গত ৩০ জুলাই। সমীরকুমার মণ্ডল নামে এক ব্যক্তি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন রাজারহাট থানায়। তার ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। ইতিমধ্যে তাঁরা জামিন পেয়ে গিয়েছেন। গত ৩০ নভেম্বর ওই অভিযোগেই বারাসতের কদম্বগাছি থেকে দিলবার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিস। প্রথমে পুলিস তাঁকে তিনদিনের জন্য হেফাজতে নেয়। সেই মেয়াদ শেষ হলে ফের চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। চারদিনের হেফাজত শেষে শনিবার ধৃত দিলবারকে ফের তোলা হয় বারাসত আদালতে। সেখানেই তথ্যপ্রমাণ সহ বিস্ফোরক অভিযোগ আনেন দিলবারের আইনজীবী তীর্থঙ্কর পাল। তিনি বিচারককে জানান, তাঁর মক্কেলকে পুলিস হেফাজতে মারধর করা হয়েছে। প্রথম তিনদিন পুলিস হেফাজত শেষে তাঁকে আদালতে নিয়ে আসার সময় মেডিক্যাল রিপোর্ট ছিল স্বাভাবিক। অথচ এদিন মেডিক্যাল রিপোর্টে অসুস্থতার কথা লেখা রয়েছে। এতেই স্পষ্ট যে দিলবার হোসেনকে হেফাজতে মারধর করা হয়েছে হেফাজতে। ওই আইনজীবীর দাবি, এই কথা শোনার পর বিচারক তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করেন। পুলিস হেফাজতে মারধরের সমস্ত প্রমাণ আদালতে পেশ করায় দিলবার জামিনও পেয়ে যান। সদ্য জামিন পাওয়া দিলবার হোসেন বলেন, ‘আর্থিক প্রতারণার অভিযোগে দু’জনকে আগে গ্রেপ্তার করেছিল। তাঁরা ছাড়া পেয়ে গিয়েছেন। কিন্তু আমাকে ফাঁসানো হয়েছে। হেফাজতে আমার কাছে ৪ লক্ষ টাকা চেয়েছিলেন তদন্তকারী অফিসার। বলা হয়েছিল, টাকা দিলে আমাকে ছেড়ে দেওয়া হবে। আমি রাজি না হওয়ায় অন্ধকারে আমার মুখে গামছা বেঁধে মারধর করা হয়েছে। জল চাইলেও দেওয়া হয়নি। আমার বাড়ির লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। এমনভাবে মারা হয়েছে যে ঠিকভাবে দাঁড়াতে পারছি না।’ অভিযোগ উড়িয়ে দিয়ে ওই তদন্তকারী অফিসার বলেন, ‘আমার ইমেজ নষ্ট করতে এসব কথা বলা হচ্ছে। এছাড়া আমার আর কিছু বলার নেই। যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।’ এ বিষয়ে বিধাননগর পুলিস কমিশনারেটের এক কর্তা বলেন, ‘প্রতারণা করে চার লক্ষেরও বেশি টাকা হাতানোর কথা স্বীকার করেছেন ওই অভিযুক্ত। তার ভিডিও আছে। ওঁকে প্রতারণার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। উল্টে এখন এই ধরনের গল্প ছড়াচ্ছেন।’  
প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টেও একাধিকবার ভর্ৎসিত হতে হয়েছে বিধাননগর পুলিস কমিশনারেটকে। নিউটাউন, রাজারহাট, লেকটাউনে গাড়ি চুরির ঘটনায় কাঠগড়ায় ছিল পুলিসই। এবার পুলিস হেফাজতে মারধর ও টাকা চাওয়া নিয়ে ফের কাঠগড়ায় তারা। 
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা