কলকাতা

কেপমারের কথায় ভুলে সোনার বালা, চেন খোয়ালেন বৃদ্ধা, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেপমারের কথার ফাঁদে শিয়ালদহ স্টেশন চত্বরে সোনার বালা ও চেন খোয়ালেন বৃদ্ধা। ‘সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সোনার গয়না থাকলে টাকা মিলবে না।’ প্রতারকের বিরুদ্ধে এই টোপ দিয়ে জিনিস হাতানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত রেজাউলকে শেখকে শনিবার গ্রেপ্তার করেছে এন্টালি থানা। পূর্ব বর্ধমানের বাসিন্দা এই অভিযুক্তের বিরুদ্ধে ওই এলাকায় আরও একাধিক কেপমারির অভিযোগ রয়েছে। হাতানো জিনিসপত্র সে কোথায় রেখেছে, তাকে জেরা করে জানার চেষ্টা চলছে। 
জানা গিয়েছে, ট্যাংরার বাসিন্দা এক দম্পতি ৫ ডিসেম্বর চিকিৎসা করাতে এনআরএস হাসপাতালে এসেছিলেন। ডাক্তার দেখানোর পর অটো ধরবেন বলে শিয়ালদহ স্টেশন চত্বরে আসেন। হঠাৎই তাঁর সামনে এসে দাঁড়ায় মাঝবয়সি এক ব্যক্তি। আলাপ জমানোর পর জানায় স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি প্রকল্পে বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য ২৫ হাজার করে টাকা দেওয়া হচ্ছে।  ওই দম্পতির বয়স যেহেতু সত্তর পেরিয়েছে, তাই তাঁরা টাকা পাবেন।  যোগাযোগ করতে পারেন। একটি লাইন দেখিয়ে বলে ওখানে ক্যাম্প করা হয়েছে। বৃদ্ধ-বৃদ্ধারা লাইনে রয়েছেন। একটি কার্ড দেওয়া হবে। ওই কার্ড যে কোনও জায়গায় দেখালেই টাকা পাওয়া যাবে। সঙ্গে মিলবে বড় হাসপাতালে ফ্রি ট্রিটমেন্টের সুযোগ। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বয়স্ক লোক খুঁজে আনতে। 
আসলে এটি যে ওই যুবকের টোপ, সেটা বুঝতে পারেননি তাঁরা। সরল বিশ্বাসে বলেন, তাঁদের চিকিৎসার কারণে প্রচুর টাকা খরচ হচ্ছে। আর্থিক অবস্থাও ভালো নয়। তাই টাকা দরকার। ওই যুবকের কাছে জানতে চান, এর জন্য কী করতে হবে? প্রতারক জানায়, বিভিন্ন নথি জমা দিলেই কার্ড হয়ে যাবে। তবে একটা শর্ত রয়েছে, সেখানে সোনার গয়না পরে যাওয়া যাবে না। ক্যাম্পে থাকা অফিসাররা অলঙ্কার কেউ পরে আছে দেখলে নাম বাদ দিয়ে দেন। এই প্রকল্পে কেবল দুঃস্থরা অংশ নিতে পারেন। সে বৃদ্ধাকে জানায়, তাঁর হাতে যে সোনার বালা ও চেন রয়েছে, সেগুলি সে জমা রাখছে। কার্ড হয়ে গেলে সেগুলি তার কাছ থেকে নিয়ে যাবেন।  অভিযুক্তের কথায় বিশ্বাস করে বৃদ্ধা সোনার অলঙ্কার খুলে দেন। যে লাইনটি দেখানো হয়েছিল সেটির কাছে গিয়ে জানতে পারেন, সেটা টিকিটের লাইন। আগের জায়গায় ফিরে এসে দেখেন, যুবক নেই। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে ফিরে যান তাঁরা। 
শনিবার তাঁরা আবার আসেন এনআরএসে। ওই সময় তাঁদের নজরে পড়ে অভিযুক্ত হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছে। তাঁদের দেখে পালানোর চেষ্টা করে সে। দম্পতি ‘চোর চোর’ বলে চিৎকার করলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে এন্টালি থানায় খবর দেন। পুলিস এসে তাকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, অভিযুক্ত শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে ঘুরে বেড়াত। বৃদ্ধ-বৃদ্ধাদের টার্গেট করত সে। কাউকে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার নামে, কাউকে পুলিস পরিচয় দিয়ে সোনার গয়না হাতাত। তাদের বলত, সামনে পুলিসের তল্লাশি চলছে। কেউ সোনার গয়না পড়ে আছে দেখলেই বাজেয়াপ্ত করে নিচ্ছে।
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা