কলকাতা

জন্মদিনের পার্টি শেষে গঙ্গায় নেমে নিখোঁজ বরানগরের ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বরানগর: মাঝরাতে জন্মদিনের পার্টির পর কাশীপুর গঙ্গার সর্বমঙ্গলা ঘাটে তলিয়ে গেলেন বরানগরের এক ব্যবসায়ী। বছর উনত্রিশের নিখোঁজ ওই ব্যবসায়ীর নাম অর্ণব হালদার। শুক্রবার ভোররাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিখোঁজ ব্যবসায়ীর খোঁজে শনিবার দিনভর গঙ্গায় তল্লাশি চালায় কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। তবে রাত পর্যন্ত ওই ব্যবসায়ীর হদিশ মেলেনি বলেই পুলিস জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বরানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের ২০/৩ সুরেন্দ্র বোস স্ট্রিটের বাসিন্দা ছিলেন অর্ণব হালদার। শুক্রবার মাঝরাতে বন্ধুদের সঙ্গে বাড়িতেই জন্মদিন উপলক্ষে পার্টি করেন ওই ব্যবসায়ী। সেখানে বন্ধুদের সঙ্গে মদ্যপানও করেন তিনি। পার্টি শেষে এক বন্ধুর বাইকে তিনি গঙ্গার সর্বমঙ্গলা ঘাটে আসেন। স্থানীয় সূত্রের খবর, গঙ্গার ঘাটে বসেও তাঁরা আরেক দফা মদ্যপান করেন। তারপর ওই ব্যবসায়ী একাই গঙ্গায় নামেন এবং তলিয়ে যান। ওই ব্যবসায়ীর তলিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে কলকাতার নর্থপোর্ট থানার পুলিস। পাশাপাশি, শনিবার দিনভর গঙ্গায় তল্লাশি চালায় ডিএমজির টিম। যদিও শনিবার রাত পর্যন্ত ওই ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি।
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, নিখোঁজ ব্যবসায়ীর সঙ্গীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে নর্থপোর্ট থানার পুলিস। পাশাপাশি তদন্তে নেমে পুলিস দুর্ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানাচ্ছে। মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল ওই ব্যবসায়ীর। বাড়িতে স্ত্রী রয়েছে। জন্মদিনের রাতে এমন অঘটনে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল অমর পাল বলেন, এলাকার উঠতি ব্যবসায়ী হিসেবে পরিচিতি ছিল অর্ণবের। জন্মদিনের রাতে যে এমন ঘটনা ঘটবে, তা আমরা ভাবতেই পারছি না।        
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা