কলকাতা

হুগলিতে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল ১০ হাজার, বাড়ির কাছের স্কুলেই সেন্টার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গতবারের তুলনায় এবার হুগলিতে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ হাজার। শনিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এক উচ্চ পর্যায়ের বৈঠক সূত্রে এই পরিসংখ্যান মিলেছে। এবারও ছাত্রদের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছে। শনিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় হুগলিতে জেলা প্রশাসন, শিক্ষক সহ সংশ্লিষ্ট সমস্ত অংশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। জেলা প্রশাসন ভবনে আয়োজিত ওই বৈঠকে আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বিপুল সংখ্যায় পরীক্ষার্থী বৃদ্ধির কারণে এবার তিনটি অতিরিক্ত পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে। সেই হিসেবে জেলায় এবার মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দাঁড়াচ্ছে ১৪৫। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক শিক্ষার্থী যাতে বাড়ির সবচেয়ে কাছের স্কুলে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।  সেই সঙ্গে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য এবার নতুন একটি সুবিধা দেওয়া হচ্ছে। লেখার ক্ষেত্রে কিছু সুবিধার স্বার্থে তারা রুলটানা উত্তরপত্র পাবে। 
রামানুজবাবু বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা। জীবনের প্রথম বড় পরীক্ষায় যারা বসবে, তাদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছি আমরা।’ ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে এক প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি বলেন, ‘বিষয়টি নিয়ে সম্প্রতি আমরা বিশেষ পরিকল্পনা করেছি। গতবার এই অভিযোগে প্রায় ৪৫জন শিক্ষার্থীকে চিহ্নিত করে পরীক্ষা বাতিল করা হয়েছিল। রাজ্যে প্রশ্ন ফাঁস হয় না। কোনও কোনও পরীক্ষার্থী মোবাইলে ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। তার জন্য আমরা প্রশ্নপত্রে বিশেষ কোড দিয়ে তাদের চিহ্নিত করছি। মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়া শাস্তিযোগ্য করা হয়েছে।’ এদিনের আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। 
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা