কলকাতা

আবাস তালিকায় নাম নেই, তৃণমূল নেতা দাদাকে খুন খুড়তুতো ভাইয়ের

সংবাদদাতা, উলুবেড়িয়া: খুড়তুতো দাদা তৃণমূলের নেতা। দাদার চক্রান্তেই আবাস যোজনার তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে। স্রেফ এই সন্দেহের জেরে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল খুড়তুতো ভাই ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর পণ্ডিতপাড়ায়। মৃত তৃণমূল নেতার নাম সমীরণ পণ্ডিত (৫৪)। তিনি তৃণমূলের প্রাক্তন এক পঞ্চায়েত সদস্যর স্বামী। মৃতের পরিবারের পক্ষ থেকে মূল অভিযুক্ত বিকাশ পণ্ডিত সহ দশজনের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস স্বপন পণ্ডিত, প্রভাস পাতলা, সায়ন পাতলা নামে তিনজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত বিকাশ সহ বাকিরা পলাতক। ধৃতদের শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক স্বপন ও সায়নকে সাতদিনের পুলিস হেফাজত ও প্রভাস পাতলাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পেশায় জরির কারিগর সমীরণ পণ্ডিতের সঙ্গে বিকাশের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সমীরণের স্ত্রী রানুবালা পণ্ডিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকাকালীন এই বিবাদ আরও বেড়ে যায়। সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশ হয়েছে। সেখানে বিকাশের নাম ছিল না। বিকাশের সন্দেহ, তালিকায় তার নাম না থাকার পিছনে সমীরণের হাত আছে। তার জেরে শুক্রবার বিকেলে জরির কাজ নিয়ে বাড়ি ফেরার পথে সমীরণকে রাস্তার পাশের একটি বাঁশবাগানে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বিকাশ ও তার দলবল। সমীরণের চিৎকারে সকলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে, পরে কলকাতায় স্থানান্তরিত করার চেষ্টা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
শনিবার সকালে পণ্ডিতপাড়ায় গিয়ে দেখা গেল, ঘটনাস্থলের কিছুটা দূরে বসেছে পুলিস পিকেট। রাস্তায় রক্তের দাগ। মৃতের বাড়িতে কান্নার রোল। মৃতের মেয়ে তৃষা পণ্ডিত জানান, আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বাবাকে খুনই করে দিল ওরা! কিন্তু নাম না থাকায় বাবার কোনও হাত ছিল না। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, মৃত ব্যক্তি এবং মূল অভিযুক্তদের মধ্যে পারিবারিক জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। আমাদের প্রাথমিক অনুমান, সেই ঝামেলার জেরেই এই ঘটনা।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা