কলকাতা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলের গ্রন্থাগারিক

সংবাদদাতা, কাকদ্বীপ: নাবালিকা এক ছাত্রীকে ধর্ষণ। এই অভিযোগে একটি স্কুলের গ্রন্থাগারিককে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ এলাকায়। ধৃতের নাম শুভদীপ মণ্ডল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে স্কুলের গ্রন্থাগারেই ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শুভদীপ ধর্ষণ করেন বলে অভিযোগ। এরপর থেকে ওই ছাত্রী আর স্কুলে যেতে চাইত না। মানসিকভাবে সে ভেঙে পড়েছিল। তবে কী কারণে ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, পরিবারের কেউ তা বুঝতে পারছিলেন না। সম্প্রতি বার্ষিক পরীক্ষা শুরু হলে ওই ছাত্রীকে পরিবারের লোকজন স্কুলে যাওয়ার কথা বলেন। কিন্তু ওই ছাত্রী স্কুলে যেতে রাজি হয়নি। এরপরই তাকে ফের জিজ্ঞাসা করলে সে পরিবারকে সব কথা খুলে বলে। শেষ পর্যন্ত ওই ছাত্রীকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে যান। বর্তমান তাঁর চিকিৎসা চলছে।
এ বিষয়ে কাকদ্বীপ আদালতের আইনজীবী শঙ্করনারায়ণ মান্না বলেন, ওই ছাত্রী মেধাবী ছিল। বার্ষিক পরীক্ষা দিতে রাজি না হওয়ায় পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করেন। তখনই ওই ছাত্রী সব কথা পরিবারকে জানায়। অভিযোগ, ওই গ্রন্থাগারিক ছাত্রীকে হুমকি দিয়ে বলেছিলেন, এই ঘটনা কাউকে বলে দিলে তাকে খুন করা হবে। এমনকী ওই ছাত্রীকে অভিযুক্ত এমন হুমকিও দেন যে, তাঁর কাছে ঘটনার ভিডিও রয়েছে। কাউকে একথা জানালে ওই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। সেই ভয়ে ওই ছাত্রী এতদিন পর্যন্ত ঘটনা কাউকে জানায়নি। তবে ঘটনা জানার পর ওই ছাত্রীর পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস শুক্রবার অভিযুক্তকে বারুইপুর থেকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা