কলকাতা

কমন প্যাসেজে নির্মাণ নয়: মেয়র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’টি বা কয়েকটি বাড়ি কিংবা কোনও জমিতে থাকা কমন প্যাসেজে কোনও নির্মাণ করা যাবে না। কেউ নির্মাণ করে থাকলে ভেঙে দিন। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে আসা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিল্ডিং বিভাগকে এই নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বহু বছর ধরে ব্যবহার হওয়া কোনও কমন প্যাসেজ নাগরিক অধিকারের মধ্যে চলে আসে। সেটা আর কারও ব্যক্তিগত সম্পত্তি থাকে না। ফিরহাদ তাই কমন প্যাসেজ বন্ধ করে নির্মাণের অনুমতি দিতে বারণ করেছেন বরো অফিসারদের।
এদিন জোকা অঞ্চলের ১৪২ নম্বর ওয়ার্ড থেকে এই সংক্রান্ত অভিযোগের একটি ফোন আসে। সেখানে জনৈক ব্যক্তি বলেন, কয়েকটি বাড়ির মধ্যকার কমন প্যাসেজে স্থানীয় এক জমির মালিক পাঁচিল তুলে দিয়েছেন। কয়েক যুগ ধরে সেই রাস্তা দিয়ে সকলে যাতায়াত করছেন। এখন সমস্যায় পড়েছেন বাসিন্দারা। যার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বরো এগজিকিউটিভ অফিসারকে কমন প্যাসেজে থাকা সেই পাঁচিল ভাঙার নির্দেশ দেন। মেয়র বলেন, কেউ দলিল করে কমন প্যাসেজ নিজের বলে দাবি করলেও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেবেন না। কারণ ৩০-৪০ বছর ধরে ওই কমন প্যাসেজ ব্যবহার হতে হতে সেটি অন্যান্য বাসিন্দাদের অধিকারের মধ্যে পড়ে যায়। অনেক প্রোমোটার এখন সেগুলি দলিলের মধ্যে দেখিয়ে বিল্ডিং নির্মাণের অনুমোদন নিচ্ছেন। যদি দলিলের মধ্যে থাকেও তবুও অনুমোদন দেবেন না। শীর্ষ কর্তৃপক্ষকে ফাইল পাঠাবেন। তারপর যা করার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা