কলকাতা

সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের আওতায় উত্তরপাড়া পুরসভা, বরাদ্দ ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্য সরকারের সৌরবিদ্যুৎ তৈরির পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে উত্তরপাড়া পুরসভায়। মূলত, বিদ্যুতের বিপুল খরচ বাঁচাতে ওই প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে একাধিক পুরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে অন্যতম উত্তরপাড়া। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য চার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। তাতে পুরসভার মূলভবন সহ একাধিক বিল্ডিংয়ে সৌরবিদ্যুতের প্যানেল বসানোর কাজ জোরকদমে শুরু হয়েছে। পুরকর্তাদের দাবি, সাধারণ বিদ্যুতের বদলে সৌরবিদ্যুৎ ব্যবহার করলে প্রতি মাসে অন্তত সাড়ে তিন লক্ষ টাকা সাশ্রয় হবে। ওই টাকা নাগরিক পরিষেবার পাশাপাশি উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহামায়া হাসপাতালে বিদ্যুতের বিল সব থেকে বেশি আসে। সেই টাকার পাশাপাশি পুরসভার সাংস্কৃতিক কেন্দ্র ‘ভোরের আলো’ এবং পুরভবনের বিদ্যুতের বিল বাবদ প্রচুর টাকা মেটাতে হয় পুরসভাকে। প্রথম পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই তিনটি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। সেইমতো প্যানেল বসানো হচ্ছে। এর মধ্যে পুরভবনে প্যানেল বসানোর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে পুরকর্তাদের দাবি। পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের পাইলট প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। তাতে উত্তরপাড়া পুরসভা স্থান পেয়েছে। মাসে কমপক্ষে ২৭০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা আমাদের লক্ষ্য। সাধারণ বিদ্যুতের ক্ষেত্রে তার মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। ওই বিদ্যুৎ শুধু এই পুরসভা ব্যবহার করবে না, অতিরিক্ত উৎপাদন হলে তা সরবরাহও করা হবে। এই প্রকল্প সফল হলে রাজ্য সরকার গোটা রাজ্যেই তা প্রয়োগ করতে পারবে। বেশ কয়েক বছর আগেই বিভিন্ন পুরসভা বিদ্যুতের বিলের খরচ কমানোর কাজ শুরু করেছিল। প্রথম পর্বে রাস্তার আলো বা পথবাতির খরচ বাঁচানোর পরিকল্পনা করা হয়। সেই মতো শহরের রাস্তায় এলইডি আলো লাগানোর কাজ শুরু হয়েছিল। এবার সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ শুরু হয়েছে। তাতে যেমন বিকল্প বিদ্যুৎ তৈরি হবে, তেমনই সাধারণ বিদ্যুতের বিলেও রাশ টানা যাবে। উত্তরপাড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহামায়া হাসপাতালে বিদ্যুতের জন্য মাসে দু’লক্ষ টাকা খরচ হয়। অফিস ভবনে ৮০ হাজার টাকা ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় ৩০ হাজার টাকা। সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারলে এই খরচ অর্ধেকেরও কম হবে। -নিজস্ব চিত্র
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা