কলকাতা

বারুইপুর হাইস্কুল: হেলে গিয়েছে আস্ত দেওয়াল, বিপদের ঝুঁকি

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর হাইস্কুলের পুরনো ভবনের অবস্থা এতটাই বেহাল যে, কর্তৃপক্ষ সেখানে ক্লাস বন্ধ করে দিয়েছে। ভবনের পিছনের দেওয়ালের একাংশ বসে গিয়ে বিপজ্জনকভাবে হেলে গিয়েছে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সম্প্রতি পূর্তদপ্তরের লোকজন এসে ভবনটি পরীক্ষা করার পর একে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত করে চিঠি দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষকে। ওই ভবন অবিলম্বে সংস্কারের দাবিতে সরব হয়েছেন শিক্ষকরা। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক শুভ্রজিৎ সেনাপতি বলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। তবে কবে স্কুলের এই বিল্ডিং সংস্কার হবে, তা বলতে পারব না।
বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে রয়েছে বারুইপুর হাইস্কুল। ১৮৫৮ সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়। সেই সময়েই তৈরি হয়েছিল এই দোতলা ভবনটি। বারুইপুরে এই স্কুলের নামডাক রয়েছে। একদা বিশিষ্ট মণীষীদের পদধূলি পড়েছিল এই স্কুলে। বর্তমানে প্রায় ২৬০০ পড়ুয়া রয়েছে। এককালে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ক্লাস হতো দোতলায়। এই স্কুলেরই এক প্রাক্তনী বলেন, ওই বিল্ডিংয়ের একতলায় দ্বাদশ শ্রেণির ক্লাস হতো। এই ভবনের অধিকাংশ ঘরের দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে। সিলিং থেকে ভেঙে পড়ছে চাঙড়। মেঝে ফুটিফাটা হয়ে গিয়েছে। পিছনের দিকে যে দেওয়ালটি রয়েছে, সেটি বিপজ্জনকভাবে হেলে রয়েছে। এই বিল্ডিংয়ের পিছনেই স্কুলের নতুন ভবন। তার সামনেই ছোট ছোট পড়ুয়ারা খেলাধুলো করে। ওই দেওয়াল ভেঙে পড়লে বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা শিক্ষকদের। তাঁদের বক্তব্য, প্রশাসনকে বিষয়টি বারে বারে জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি।
বেহাল দশায় বারুইপুর হাইস্কুলের পুরনো ভবন।-নিজস্ব চিত্র
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা