কলকাতা

কোথাও অর্ধেক ড্রেন হয়ে থমকে, আবার কোথাও জমিই মিলছে না

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নিকাশির সমস্যা ক্রমশ তীব্র হচ্ছে জেলার বিভিন্ন ব্লকে। কোথাও জল বেরনোর নালার অস্তিত্ব নেই, কোথাও আবার তা অর্ধেক তৈরি হয়ে পড়ে। এর ফলে প্রতি বছর বর্ষায় ও তার পরবর্তী সময়ে জমা জলের যন্ত্রণায় ভুগছেন বাসিন্দারা। এনিয়ে বিভিন্ন সময় প্রশাসনকে জানিয়েছেন তাঁরা। কিন্তু খুব একটা কাজ হয়নি বলেই অভিযোগ। ভাঙড়, ক্যানিং, বিষ্ণুপুর, ডায়মন্ডহারবার, ফলতা সহ বেশ কিছু এলাকায় এই সমস্যা বেশি দেখা গিয়েছে। 
যেমন ভাঙড় দু’নম্বর ব্লকের বানিয়াড়া থেকে তেতুলতলা পর্যন্ত অর্ধসমাপ্ত হয়ে রয়েছে ড্রেনের কাজ। একই হাল পোলেরহাট এক নম্বর পঞ্চায়েতের নয়াবাদ গ্রামে। সেখানে দেড় কিলোমিটার দীর্ঘ ড্রেন হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজ এখনও সম্পন্ন হয়নি। বাসিন্দারা বলছেন, একটা অংশ হলেও, কেন বাকিটা হল না, বোঝা যাচ্ছে না। এর ফলে বর্ষাকালের জল যেমন জমে থাকছে, তেমনই নানা নোংরা, আবর্জনাও জমছে। আবার ক্যানিং ১ ব্লকের উত্তর বুধাখালি গ্রামে পাকা ড্রেনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। ডায়মন্ডহারবারের ত্রিমুখী সঙ্ঘ ক্লাবের কাছে যে রাস্তা গিয়েছে, সেখানেও নিকাশির সমস্যা রয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ। তাই নতুন করে পাকা ড্রেন তৈরির দাবি করেছেন তাঁরা। এই সমস্যার সুরাহা কি মিলবে? প্রশ্ন বাসিন্দাদের। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল বলেন, অনেক জায়গায় ড্রেন তৈরি করার মতো জমিই মিলছে না। বাড়িঘর করার সময় কিছুটা জায়গা ছাড়া উচিত বাসিন্দাদের। পঞ্চায়েতের তো রাস্তা, ড্রেন তৈরির তহবিলও রয়েছে। কিন্তু জায়গা দখল হয়ে থাকার কারণে সমস্যা হচ্ছে।
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা