কলকাতা

নতুন বাজারের জায়গায় হচ্ছে ঝাঁ চকচকে সাততলা মার্কেট, এবার বদলে যাবে নৈহাটি স্টেশন চত্বর

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি স্টেশন লাগোয়া শতবর্ষ প্রাচীন নতুন বাজার নতুন করে তৈরি করার উদ্যোগ নিল নৈহাটি পুরসভা। জি প্লাস সিক্স বহুতল মার্কেট কমপ্লেক্স করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান দোকানদারদের সেখানে স্থান দিয়ে বাকি এলাকায় অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স করা হবে। তবে সরিয়ে দেওয়া হবে মাছের আড়ত। বেসমেন্টে থাকবে কার পার্কিংয়ের ব্যবস্থা। আসবে বড় বড় প্রতিষ্টান। বদলে যাবে নৈহাটি স্টেশন চত্বরের চেহারা।
ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা শুরু করেছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। স্টেশনের পশ্চিম দিকে আর বি সি রোড লাগোয়া প্রস্তাবিত ওই নতুন বাজারের জায়গায় বেশ কিছু জমি রয়েছে পুরসভার। প্রয়োজনীয় বাকি জমি কিনে নেওয়া হবে বলে পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। সেখানেই ঝা চকচকে মার্কেট কমপ্লেক্স করার পরিকল্পনা করা হচ্ছে। যেভাবে অরবিন্দ রোডের হকারদের নবনির্মিত হকার মার্কেটে স্থান দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই সেজে উঠবে নৈহাটির নতুন বাজার। বাজারের সঙ্গে লাগোয়া সিনেমা হলকেও যুক্ত করতে পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক।
এই নতুন বাজার তৈরি করার পরিকল্পনা সম্পর্কে পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, আমরা গত কয়েক বছরে নৈহাটিতে বাস স্ট্যান্ড করেছি, নৈহাটি স্টেডিয়াম করেছি, বৃদ্ধাশ্রম আনন্দ নিকেতন তৈরি করেছি, হকার মার্কেট তৈরি হয়েছে। এবার নতুন বাজারকে জি প্লাস সিক্স বহুতল মার্কেট কমপ্লেক্স করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত রূপ দেওয়া হবে। কিছু জায়গা এর মধ্যে আমাদের রয়েছে। বাকি জায়গা পুরসভার পক্ষ থেকে কিনে নেওয়া হবে। খুব শীঘ্রই সমীক্ষার কাজ শুরু হবে। পরিকল্পনা করে সব্জি বাজার, মাছ বাজার, অন্যান্য ব্যবসাদারকে স্থান দেওয়া হবে। কোনও দোকানদারকে বঞ্চিত করা হবে না। সবাই পুনর্বাসন পাবেন। বাকি জায়গাতে ব্র্যান্ডেড দোকান নিয়ে আসা হবে। বদলে যাবে নৈহাটি স্টেশন সংলগ্ন এলাকা। এটাই আমাদের স্বপ্ন।
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা