বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বনগাঁ  গাইঘাটা: রাস্তার দু’পাশে সারি দিয়ে গাছের মৃত্যু, কারণ নিয়ে সন্দিহান এলাকার বাসিন্দারা

সংবাদদাতা, বনগাঁ: একের পর এক দাঁড়িয়ে আছে মৃত গাছ। রাস্তার দু’পাশেই সারি সারি গাছের কঙ্কাল। গত এক বছরে বনগাঁ মহকুমার বেশ কয়েকটি এলাকায় রাস্তার দু’পাশে একাধিক গাছের মৃত্যু হয়েছে। তালিকায় অন্যতম বনগাঁ ব্লকের ধরমপুর পঞ্চায়েতের বনগাঁ-বাগদা সড়কের পাশে একাধিক তরতাজা গাছের মৃত্যু। এখানে প্রায় ৩০টি গাছের মৃত্যু হয়েছে। এই মৃত্যু স্থানীয় বাসিন্দাদের কাছে রহস্যজনক।
গত বছরও সতেজ ছিল বনগাঁ-বাগদা সড়কের পাশের এই শিশু গাছগুলি। হঠাৎই একের পর এক গাছ মৃত্যুর কোলে ঢলে পড়ে। কী করে একসঙ্গে এতগুলি গাছের মৃত্যু হল, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশের শিশু গাছগুলির ডালে এক ধরনের পোকার উপদ্রব হয়েছিল। লাল আঠার মতো রস নির্গত হতো সেই পোকাগুলি থেকে। সূত্রের দাবি, এই বিশেষ আঠা কেমিক্যাল হিসেবে ব্যবহারের জন্য বহু মানুষ গাছের ডাল কেটে নিয়ে যেত। ডাল থেকে পোকার রস আলাদা করে চড়া দামে তা বিক্রি হতো। এভাবে ডাল কাটার ফলেই ধীরে ধীরে গাছগুলির মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ বালা বলেন, গাছগুলি রাস্তায় ছায়া দিত। পথচলতি বহু মানুষ গাছের নীচে বিশ্রাম নিত। বহু পাখির আশ্রয়স্থল ছিল সেগুলি। কী করে এতগুলি গাছের মৃত্যু হল, তা আমাদের কাছে রহস্য বলে মনে হচ্ছে।
গাইঘাটা ব্লকের রামনগর ব্লকেও রাস্তার পাশে একাধিক গাছের এভাবে রহস্যমৃত্যু হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বৃক্ষপ্রেমী অজয় মজুমদার বলেন, এই গাছগুলির মৃত্যুর পর আমরা কারণ জানার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু কারণ জানা সম্ভব হয়নি। এতগুলি গাছের মৃত্যু সত্যিই বেদনাদায়ক। ধরমপুকুর পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল বলেন, গাছগুলির মৃত্যু আমার কাছেও রহস্যের। মৃত গাছের ডাল ভেঙে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছিল। পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও এবং বনদপ্তরের কাছে আবেদন করায়, গাছগুলি অর্ধেক কাটা হয়েছে। গুড়িগুলি দাঁড়িয়ে আছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা