বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

শীত পড়তেই দোকানে নলেন-পাটালি হাওড়াবাসী মজেছেন নদীয়ার গুড়ে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কাচের র‍্যাকে সারি সারি সাজানো রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, গুড়ের কাঁচাগোল্লা, সন্দেশ সহ হরেক মিষ্টি। শীত পড়তেই হাওড়া শহরে গুড়ের মিষ্টি কিনতে দোকানগুলিতে ভিড় করছেন ক্রেতারা। মূলত নদীয়ার গুড় দিয়েই তৈরি হচ্ছে মিষ্টি। গত কয়েক বছর ধরে নদীয়ার গুড় ব্যবসায়ীরা শহরের ছোট-বড় বিভিন্ন মিষ্টির দোকানে নলেন ও পাটালি সরবরাহ করে রীতিমতো লাভের মুখ দেখেছেন।
ফি বছর শীতের মরশুমে হাওড়া শহরে এসে গুড় সরবরাহ করেন নদীয়ার গুড় ব্যবসায়ীরা। অগ্রহায়ণ থেকে দোল পূর্ণিমা— এই চার মাস গুড় তৈরির মূল সময়। বেথুয়াডহরির চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আবদুল বাশার শেখ গত ২০ বছর ধরে হাওড়া শহরের প্রায় ৩০-৩৫টি দোকানে নলেন গুড় সরবরাহ করছেন। তাঁর কথায়, আশপাশের ছ’-সাতটি গ্রাম মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিউলি খেজুরের রস সংগ্রহ করেন। হেমন্তের হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়তেই কোমর বেঁধে খেজুড়ের রস সংগ্রহ করতে নেমে পড়েছেন শিউলিরা। সেই রস বড় বড় কড়াইয়ে পাক দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের গুড়। প্রায় ২২ কেজির একেকটি ড্রামে ঝোলা গুড় ভরে বেথুয়াডহরি থেকে সকালের লালগোলা এক্সপ্রেস ধরে শিয়ালদহে চলে আসেন ব্যবসায়ীরা। তারপর সটান হাওড়ায়। আবদুল বাশার বলেন, ‘হাওড়া ময়দানে বাস থেকে নেমে টোটোয় করে বিভিন্ন দোকানে গুড় সরবরাহ করি। প্রতিদিন বিক্রি হয় প্রায় আড়াইশো কেজি। বিক্রিবাটা সেরে ফের রাতের ট্রেনে বেথুয়াডহরি ফিরে আসি।’
খেজুরের গুড়, নলেন, পাটালির কারবার চলে শীতের মরশুমে। বছরের বাকি সময় গুড় ব্যবসায়ী ও শিউলিরা চাষবাসের সঙ্গে যুক্ত থাকেন। জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবার গুড় বিক্রি করে ভালো অঙ্কের লাভ পাচ্ছেন ব্যবসায়ীরা। সাধারণ নলেন গুড়ের পাইকারি দর কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকায় সরবরাহ করেন তাঁরা। তবে জিরেন কাটের গুড়ের দাম কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা হবে। বিশেষ ধরনের এই গুড় জানুয়ারির প্রথমদিকে হাড় কাঁপানো শীতের সময় মিলবে বলে জানিয়েছেন বাশার সাহেব। হাওড়ার কদমতলা, দাশনগর, শিবপুর, রানিহাটির নামীদামি মিষ্টির দোকানগুলিতে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নদীয়ার নলেন গুড়। কদমতলার এক প্রসিদ্ধ মিষ্টির দোকানের কর্তা বলেন, ‘নদীয়ার গুড়ের দাম অন্যান্য জায়গার তুলনায় খানিকটা কম। তবে গুণমান খুব ভালো। এই গুড় দিয়ে রসগোল্লা ছাড়াও ছানার বিভিন্ন মিষ্টি তৈরি করা হচ্ছে।’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা