কলকাতা

বর্ষশেষে ৩ কোটিতে সাজবে পার্ক স্ট্রিট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিবছরের মতো এবারও বড়দিন, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে সেজে উঠবে পার্ক স্ট্রিট। অ্যালেন পার্কে চলবে বিশেষ অনুষ্ঠান। শহরের বিভিন্ন অঞ্চল আলোয় সাজানো হবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, শুধু পার্ক স্ট্রিট সাজাতেই প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা পর্যটন দপ্তর দেবে বলে জানিয়েছেন পুরকর্তারা।
পার্ক স্ট্রিট শুধু নয়, মধ্য কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান কলোনি বো-বারাক, দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডও আলোয় সাজানোর পরিকল্পনা হয়েছে। প্রতি বছর বড়দিন প্রাক্কালে অ্যালেন পার্কে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ১৯ ডিসেম্বর শহরে শুরু হতে চলেছে ক্রিসমাস ফেস্টিভাল। ওই দিন বিকেলে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে অ্যালেন পার্কে উদ্বোধন হবে। ক্রিসমাস উপলক্ষ্যে ইংরেজি নববর্ষ পর্যন্ত টানা চলবে বিশেষ অনুষ্ঠান। বড় আকারের এলইডি স্ক্রিন বসানো হবে। পার্ক স্ট্রিটের রাস্তায় আলো দিয়ে তৈরি বাহারি গেট বসবে। বড়দিন এবং ইংরেজি নববর্ষে পার্ক স্ট্রিটে জনতার ঢল নামে। ফলে সেখানে বাড়তি আয়োজন রাখতে হয় প্রশাসনকে। এক পুরকর্তা বলেন, পার্ক স্ট্রিট সাজাতেই সবথেকে বেশি অর্থ বরাদ্দ হয়েছে। পাশাপাশি বো বারাক এবং হরিশ মুখার্জি রোড সাজাতে এক একটি রাস্তার জন্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা ধরা হয়েছে। পর্যটন দপ্তরের সঙ্গে বৈঠক হবে। ওই দপ্তর থেকে শহর সাজানোর এই টাকা মিলবে।
একই সঙ্গে শহরের বিভিন্ন গির্জা, দর্শনীয় স্থানগুলির বাইরের রাস্তা নীল-সাদা আলোর মালার মু঩঩ড়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। দুর্গাপুজোর সময় শহরের বিভিন্ন অঞ্চল এভাবেই সাজানো হয়। পরে সেগুলি খুলে ফেলা হয়। এবার বড়দিনের আগে সেভাবে আলোর মালায় শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের বাইরের রাস্তা সাজিয়ে তোলা হবে।  আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিটের রাস্তা। 
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা