কলকাতা

কামারহাটি-বরানগরের নো ম্যানস ল্যান্ডে জুয়ার আসর

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়া ও বরানগর থানার সীমানা অঞ্চল। নীচ দিয়ে গিয়েছে শিয়ালদহ-বারাকপুর ট্রেন লাইন। উপর দিয়ে গিয়েছে রেল, মেট্রো ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার। নীচের জমি রেলের জায়গা কার্যত নো-ম্যানস ল্যান্ড। ঝুপড়ি, জঙ্গল, পুকুর ও স্তম্ভ দিয়ে ঘেরা এলাকায় চলে খোলা পানশালা। গজিয়ে উঠেছে একের পর এক সাট্টা ও জুয়ার ঠেক। দিনরাত নেশাড়ুদের আড্ডা চলে। যাতায়াত করতে গিয়ে প্রায়শই কটূক্তির শিকার হতে হয় মহিলাদের। বরানগরের নিরঞ্জন সেন নগরের সিসিআর ব্রিজ বাজার এলাকা বাসিন্দাদের কাছে বিভীষিকা হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ‘পুলিসকে জানিয়ে কোনও লাভ হচ্ছে না।’ তবে বারাকপুর কমিশনারেটের তরফে বলা হয়েছে, ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হয়। 
বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নিরঞ্জন সেন নগর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া অঞ্চল। এক্সপ্রেসওয়ের উল্টোদিকে কামারহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর। বারাকপুর-শিয়ালদহ রেল লাইনের জন্য উপর দিয়ে যাওয়া ফ্লাইওভারের নীচে সিসিআর ব্রিজ বাজার। ওই ফ্লাইওভারের নীচ দিয়ে সতীন সেন নগর ও প্রফুল্লনগরের মানুষের যাতায়াতের ঢালাই রাস্তা ও বেআইনি পার্কিং এলাকা। অভিযোগ, ওই বাজারে থাকা ক্লাবের পাশে টিনের ছোট একটি ঘরে দিন-রাত চলে সাট্টা। ফ্লাইওভারের নীচে বড় থামের গায়ে তৈরি হয়েছে নতুন টিনের ঘর। সেখানে চলছে সাট্টা ও মদের ঠেক। ছোট-বড় ঝুপড়িতে মদ, গাঁজা সহ নেশার সরঞ্জাম নিয়ে মদ্যপরা রেললাইন টপকে মাঝের ফাঁকা জায়গায় বসে পড়েন। একের পর এক ফ্লাইওভারের পিলার, জঙ্গল ও পুকুর নেশাড়ুদের একপ্রকার অভয়ারণ্য হয়ে উঠেছে। ওই জায়গা পার হলেই বরানগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। নোয়াপাড়া মেট্রো স্টেশন, প্রমোদনগর ডাম্পিং গ্রাউন্ড ও বেলঘরিয়া ফ্লাইওভারে ওঠার রাস্তা। ওই রাস্তা লাগোয়া ট্রেন লাইনের দিকে একটি পরিত্যক্ত মারুতি গাড়িতে নেশার সামগ্রী বিক্রির রমরমা কারবার চলে। ঝোপের মধ্যে তারপোলিনের চালের মধ্যে নেশার সামগ্রী বিক্রির ঠেক। সেখানে ভিড় লেগেই থাকে। বিক্রি হচ্ছে নেশার সামগ্রী। রাতদিন নেশাড়ুদের দাপটে নাভিশ্বাস উঠছে শহরবাসীর।
স্থানীয়দের অভিযোগ, নিরঞ্জম সেন নগর এলাকায় জুয়া, সাট্টা, মদের ঠেকের অলিখিত সম্রাট দুই মাসতুতো ভাই। লাল জামা খুলে এখন সবুজ জামা পরে এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। গাড়ি, বাড়ি, কুকুর নিয়ে তাঁদের রাজ্য চলছে। মাসিক প্রসাদ উপরতলা পর্যন্ত পৌঁছে দিয়ে মাদক ও সাট্টার রমরমা সাম্রাজ্য চালাচ্ছে তারা। সকাল থেকেই নেশাড়ুরা ভিড় জমাচ্ছে ঠেকগুলিতে। জুয়া ও সাট্টা চলছে। মহিলাদের কটূক্তি ও অশালীন ইঙ্গিত করছে নেশাড়ুরা। যে কোনওদিন বড় ঘটনা ঘটতে পারে। বরানগরের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উষা দেবনাথ এ প্রসঙ্গে বলেছেন, ‘জুয়া-সাট্টার ঠেক চলছে বলে জানা নেই।’ যদিও কামারহাটির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজু পুততুণ্ড বলেছেন, ‘রেলের ফাঁকা জায়গায় নেশাড়ুরা নিয়মিত বসছে।’ -নিজস্ব চিত্র
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা