কলকাতা

‘ট্যাব প্রতারণা কাণ্ডে জড়িত আপনি, বন্ধ হচ্ছে পরিষেবা’, নয়া ফাঁদ সাইবার জালিয়াতদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চতুর লোকেরা নাকি মাছের তেলে মাছ ভাজে! কিন্তু এক প্রতারণাকে ‘অস্ত্র’ করে নতুন প্রতারণার ফাঁদ অভিনব বই-কি! সম্প্রতি রাজ্যজুড়ে হইচই ফেলে দিয়েছে ট্যাব প্রতারণা কাণ্ড। বহু পড়ুয়ার প্রাপ্য সরকারি টাকা জমা পড়েছে প্রতারকদের ‘ভাড়া’ করা অ্যাকাউন্টে। ফোন নম্বর চিহ্নিত করে অভিযুক্তদের পাকড়াও করেছে রাজ্য ও কলকাতা পুলিস। সেই ট্যাব প্রতারণাই এবার কার্যত সাইবার জালিয়াতদের হাতিয়ার হয়ে উঠেছে। বিভিন্ন নম্বরে ফোন করে প্রতারকরা বলছে, ‘ট্যাব প্রতারণা কাণ্ডে আপনার নাম জড়িয়েছে। আপনার ফোন নম্বর থেকে বেআইনি কাজ হয়েছে। তাই পুলিসের নির্দেশে টেলিকম বিভাগের তরফে আপনার ফোন নম্বরের যাবতীয় পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর ২ ঘণ্টা আপনার হাতে সময় আছে। সার্ভিস চালু রাখতে শূন্য টিপুন। এরপর আমাদের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনাকে ফোন করবেন। পরিষেবা অব্যাহত রাখার জন্য তাঁর নির্দেশ মেনে চলুন।’
রাজ্যজুড়ে বহু মানুষের কাছে এই মর্মে ফোন এসেছে। সাইবার বিশেষজ্ঞ ও পুলিসের মতে, গোটা বিষয়টি ভুয়ো। ট্যাব প্রতারণা কাণ্ডের সঙ্গে যুক্ত হলে বা কারও বিরুদ্ধে নির্দিষ্ট কোনও প্রমাণ মিললে পুলিস তাকে সশরীরে গিয়ে গ্রেপ্তার করবে। কোনও কোনও ক্ষেত্রে নোটিস দিতে পারে। এভাবে কোনও ফোন নম্বরেই পরিষেবা বন্ধ করা হয় না। ফলে বোঝাই যাচ্ছে, স্রেফ প্রতারণার জন্য এই ফোনগুলি করা হচ্ছে। তাই পুলিস বা টেলিকম বিভাগের কর্মী পরিচয় দিয়ে এ ধরনের ফোন এলে তাদের নির্দেশ বা প্রস্তাব কিছুতেই শোনা যাবে না বলে জানাচ্ছেন প্রশাসনের কর্তারা। 
রাজ্য পুলিস সূত্রে খবর, ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযোগ এসেছে। তবে কোনওক্ষেত্রেই অনেক বেশি টাকা খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি। সবে ফোনগুলি আসা শুরু হয়েছে। তাই এখন থেকে সাবধান হলে ট্যাব প্রতারণার গল্প শুনিয়ে প্রতারকরা টাকা হাতাতে পারবে না বলেই আশা করছেন গোয়েন্দারা। তাঁরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই অপরিচিত নম্বর থেকে পুলিস পরিচয় দিয়ে ফোন করছে প্রতারকরা। তাদের কথা শুনে ‘শূন্য’  টিপলেই ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে প্রতারকদের হাতে। তারপর স্ক্রিন শেয়ারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যকাউন্টের টাকা হাতিয়ে নিতে পারে তারা। এমনকী, গ্রাহক ‘শূন্য’ না টিপলে ‘প্ল্যান-বি’ কাজে লাগানো হচ্ছে। কাস্টমার সার্ভিস এজেন্ট পরিচয় দিয়ে নানা নির্দেশের মাধ্যমে গ্রাহকের কল ও মেসেজ ‘ডাইভার্ট’ করে দেওয়া হচ্ছে প্রতারকদের ফোনে। এর ফলে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজকর্মের ওটিপি যাবে জালিয়াতদের মোবাইলে। তাতেই কেল্লা ফতে। গ্রাহকের সারা জীবনের পুঁজি চলে যাবে অসাধুদের হাতে।
19d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা