কলকাতা

মুচিপাড়ার কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৭ বছরের কিশোরীকে কলকাতার বিভিন্ন স্থান ঘোরাতে নিয়ে যাওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিস বুধবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতকে কলকাতার নগর দায়রার বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, কিশোরীর গোপন জবানবন্দি ও মেডিকো লিগ্যাল পরীক্ষার আর্জি মঞ্জুর করেছেন বিচারক। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তার মোবাইল ফোনটি পুলিস খতিয়ে দেখছে। আদালত সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়ার বাসিন্দা ওই কিশোরীর বাড়ির কাছেই থাকত যুবক। তাদের দু’জনের মধ্যে পরিচয় ছিল। কয়েক দিন আগে কিশোরীকে শহরের ঘোরানোর নাম করে একটি হোটেলে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে কিশোরী পুলিসে অভিযোগ জানায়। যুবককে গ্রেপ্তার করে পুলিস হোটেলের রেজিস্টার সহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করেছে। এদিন ধৃতের তরফে আদালতে জামিনের আর্জি জানানো হয়। সরকার পক্ষ থেকে তার জোরালো আপত্তি জানানো হয়। যদিও সেই আর্জি বাতিল হয়ে যায়। এদিকে, কোর্ট থেকে বের হওয়ার সময় অভিযুক্ত যুবক দাবি করে, তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে দেওয়া হয়েছে। সে ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়।                                                                                             
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা