কলকাতা

ট্রেনের কামরা সাজিয়ে এলাহি আইবুড়ো ভাত

নিজস্ব প্রতিনিধি, বারাসত: লোকাল ট্রেনে রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকর্মা পুজো দেখেছে আমজনতা। রেলের কামরা ভাড়া করে বরযাত্রী বা কনেযাত্রীদের যাতায়াতের চল আছে। কিন্তু চলমান ট্রেনের কামরায় এক নিত্যযাত্রীর আইবুড়ো ভাত খাওয়ার ঘটনা সাধারণত চোখে পড়ে না। এবার এরকম একটি ঘটনা ঘটিয়ে তাক লাগিয়ে দিলেন ট্রেন যাত্রীরা। বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনের কম্পার্টমেন্টে ধুমধাম করে হল আইবুড়ো ভাতের আয়োজন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বনগাঁর নতুনগ্রামের বাসিন্দা শুভেন্দু চক্রবর্তী। তিনি শিয়ালদহে রেলে কর্মরত। নিত্য সকাল আটটা আটের বনগাঁ-শিয়ালদহ লোকাল ট্রেনে করে কর্মস্থলে যান। ওঠেন নির্দিষ্ট একটি কামরায়। গত পাঁচবছর ধরে যাতায়াত করেন এই ট্রেনেই। আসা, যাওয়ার পথে নিত্যযাত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। কেউ সমবয়সী বন্ধু, কেউ দাদা বা কেউ ভাই। এভাবে দেড় থেকে দু’ঘণ্টার ট্রেন সফরে গল্প-আড্ডা হয়। ফিরে আসাও একইভাবে। এটাই রোজনামচা শুভেন্দুর। যাত্রীদের সঙ্গে সম্পর্ক পরিবারের মতো হয়ে উঠেছে। শুভেন্দুর বিয়ে আগামী ২৪ জানুয়ারি। পাত্রী কাঁচড়াপাড়ার বাসিন্দা। স্বাভাবিকভাবেই তাঁর বিয়ের খবরে উচ্ছ্বসিত বনগাঁ লোকালের ওই কামরার যাত্রীরা। তাঁরা একজোট হয়েই ট্রেনের ওই কম্পার্টমেন্টেই শুভেন্দুকে আইবুড়ো ভাত খাওয়ানোর সিদ্ধান্ত নেন। এ বিষয়ে এতটুকুও জানতে দেওয়া হয়নি শুভেন্দুকে। সেই মতো বনগাঁ লোকাল প্ল্যাটফর্মে আসার কিছুটা আগেই সহযাত্রীরা চলে এসেছিলেন বনগাঁ স্টেশনে। ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার পর তাঁরা চলে আসেন ওই কামরায়। তখনও শুভেন্দু আসেননি। তাঁর আসার আগেই কম্পার্টমেন্ট বেলুন, ফুল দিয়ে সাজিয়ে তোলেন যাত্রীরা। রান্না করা খাবার, মাটির থালা, গ্লাস সঙ্গেই এনেছিলেন। হবু বর ট্রেনে উঠতেই উল্লাসে মেতে ওঠেন সহযাত্রীরা। আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য সহযাত্রীদের এমন আয়োজন জানার পর হতবাক হয়ে পড়েন শুভেন্দু। অফিসের ড্রেস খুলিয়ে শুভেন্দুকে বরের পোশাকে সাজিয়ে দেন সহযাত্রীরা। পরানো হয় পাঞ্জাবি, মাথায় টোপর। এরপর সিটে বসিয়ে মাটির থালায় আইবুড়ো ভাতের অনুষ্ঠানের রকমারি আইটেম সাজিয়ে দেওয়া হয়। মেনুতে ছিল সাদা ভাত, পাঁচ রকমের ভাজা, কচু শাক, মুড়িঘণ্ট, চিংড়িমাছের মালাইকারি, পমফ্রেট মাছ, মটন কষা। শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি ও পান। সবকিছুই চেটেপুটে খান বছর সাতাশের যুবক শুভেন্দু চক্রবর্তী। তিনি বলেন, ‘আমি আপ্লুত। এই সম্পর্ক এতটা গভীর হবে বুঝিনি। এদিন আমি সবাইকে ২৪ জানুয়ারি বিয়ের নিমন্ত্রণ আছে তা স্মরণ করিয়ে দিয়েছি।’
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা