কলকাতা

কাকদ্বীপে নদীর চর থেকে মাটি কেটে বিক্রি, ক্ষুব্ধ বাসিন্দারা

সংবাদদাতা, কাকদ্বীপ: নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীদের অভিযোগ, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায় রাতে এই কাজ করা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় রোজই ভোর সাড়ে চারটে থেকে মুড়িগঙ্গা নদীর চরে কোদাল দিয়ে মাটি কাটা হয়। এরপরই সেই মাটি ভ্যানে করে বিক্রির জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়। সূর্য উঠলেই মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। বর্তমান মুড়িগঙ্গা নদীর চরের ওই এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমনকী, নদীর চরের মাটি কাটার পাশাপাশি ম্যানগ্রোভও কেটে ফেলা হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, এভাবে চলতে থাকলে আগামী দিনে ওই এলাকাটি নদীগর্ভে চলে যেতে পারে।
এবিষয়ে কাকদ্বীপের এক বাসিন্দা সুব্রত পানিগ্রাহী বলেন, বেআইনিভাবে নদীর চর থেকে মাটি ও ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থে দিনের পর দিন এই অন্যায় কাজ করে চলেছে। প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিত। না হলে আগামী দিনে পুরো কাকদ্বীপ এলাকাই নদীর গর্ভে তলিয়ে যাবে। আর স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন, গত বছর একই রকমের ঘটনা ঘটেছিল। রাতারাতি নদীর চরে মাটি কাটা হচ্ছিল। তখন বিষয়টি জানার পরই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফের যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে পুলিস প্রশাসনকে কড়া পদক্ষেপ করার জন্য জানানো হবে। 
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা