কলকাতা

প্রকল্পের নকশা না মেনে নির্মাণ, সানশেড ভেঙে আহত চার শিশু

সংবাদদাতা, উলুবেড়িয়া: সরকারি নকশার তোয়াক্কা না করেই নিজের পচ্ছন্দ মতো বাড়ি বানাতে গিয়ে বিপত্তি। ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি ঘরের সিঁড়ির সানশেড। এই দুর্ঘটনায় এক কিশোরী সহ চার শিশু আহত। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে, উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলা শা’পাড়ায়।
আবাস প্রকল্পে সরকারি নকশা অনুযায়ী সেখানে এক উপভোক্তার বাড়ি তৈরি হচ্ছিল। মাঝখানে কিছুদিন ওই বাড়ি তৈরির কাজ বন্ধ ছিল। অভিযোগ, তখনই বাড়ির মালিক তাঁর ইচ্ছে মতো সিঁড়ি ঘর নির্মাণ করেন। এদিন দুপুরে নির্মীয়মাণ ওই বাড়িটির সামনে খেলা করছিল এক কিশোরী সহ চার শিশু। অভিযোগ, তখনই সিঁড়ি ঘরের সানসেড আচমকা ভেঙে পড়ে। শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পরে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, সরকারি প্রকল্পে নকশা না মেনে কীভাবে উপভোক্তা নিজের মতো বাড়ি করছিলেন, এই ঘটনার পরে সেই প্রশ্ন উঠেছে। এই বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, সরকারি নিয়ম অনুযায়ী হস্তান্তর করার আগে পর্যন্ত উপভোক্তা বাড়িতে কোনও নির্মাণ করতে পারেন না। এক্ষেত্রে কেন উপভোক্তা নিজের ইচ্ছে মতো নির্মাণ করছিলেন, সেটা খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা