কলকাতা

আবাসের তালিকায় অযোগ্যদের ঠাঁই,  স্বজনপোষণের অভিযোগ তারকেশ্বরে

সংবাদদাতা, তারকেশ্বর: নির্ধারিত সময়ের আগেই তড়িঘড়ি আবাস যোজনা তালিকা নিয়ে গ্রামসভার বৈঠক সেরে বিতর্কে জড়ালো তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েত। বৃহস্পতিবার বেলা আড়াইটের সময় ওই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু গ্রামবাসীরা উপস্থিত হওয়ার আগেই বেলা ২ টোয় ওই বৈঠক হয়ে গিয়েছে বলে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, তালিকায় কতজনের নাম রাখা হবে, কতজনকে বাদ দেওয়া হবে, তাও চূড়ান্ত হয়ে গিয়েছে আধ ঘণ্টার ওই বৈঠকে। পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো দপ্তরের সঞ্চালক শহিদুল মোল্লা বিডিও অফিসকে উদ্ধৃত করে জানিয়েছেন, আবাস তালিকায় ৬০১ জনের নাম থাকলেও বাদ গিয়েছে ১৭৩ জন। ৪২ জনের নাম নিয়ে বিতর্ক থাকায় তা আলাদা করা হয়েছে।
গ্রামবাসীদের অন্ধকারে রেখে কেন তড়িঘড়ি গ্রামসভার বৈঠক করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানের আত্মীয়স্বজন সহ বহু অযোগ্যকে তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে। সেসব যাতে সর্বসাধারণের সামনে না আসে, তাই চটজলদি বৈঠক সারা হয়েছে। ওই সব নাম অবিলম্বে আবাসের তালিকা থেকে বাদ দিতে হবে।
স্থানীয়দের অভিযোগ, তারকেশ্বর নাইটা মালপাহারপুরের পঞ্চায়েত প্রধান, উপ প্রধানের আত্মীয় সহ বহু মানুষের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাঁরা আবাস যোজনার বাড়ি পেয়েছেন। বঞ্চিত হয়েছেন প্রকৃত প্রাপকরা। এদিন গ্রামসভার বৈঠকে সেই তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই পঞ্চায়েতের কর্তারা বৈঠক সেরে ফেলায় পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভের খবর পেয়ে এলাকায় আসে তারকেশ্বর থানার বিশাল পুলিস বাহিনী। স্থানীয় পঞ্চায়েত সদস্য সোমা মাঝির ‌অভিযোগ, আবাস যোজনার তালিকায় স্বজনপোষণের অভিযোগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা রয়েছে। আজ গ্রামসভায় সংশোধিত তালিকা প্রকাশ করার কথা থাকলেও সভা হয়নি। আবাস যোজনার তালিকা প্রকাশ্যে না আসায় ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন পঞ্চায়েত অফিসের সামনে। 
কেন নির্ধারিত সময়ের আগে বৈঠক হল, এ নিয়ে প্রশ্ন করা হলে শহিদুল মোল্লা বলেন, ২টো থেকে আড়াইটের মধ্যে গ্রামসভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি অনুষ্ঠানে ১০-২০ মিনিট এদিক ওদিক হতেই পারে। বিরোধীরা রাজনীতি করার জন্য অভিযোগ তুলছে। বিডিও অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সংশোধিত তালিকা তৈরি হয়ে গিয়েছে। এর বেশি আমাদের জানা নেই। বিডিও অফিসের নির্দেশ মেনেই আমরা কাজ করছি। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর প্রশাসনের আশ্বাসে সরে যান বিক্ষোভকারীরা।
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা