কলকাতা

ডানকুনির রাস্তায় মিলল মৃতদেহ, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত বুধবার রাতে ডানকুনির রামকৃষ্ণপাড়া এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতের নাম শুকুর আলি (৪০)। তাঁর বাড়ি চণ্ডীতলার কুমিরমোড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রামকৃষ্ণপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের একটি নির্জন রাস্তায় ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই বিষয়টি স্থানীয় কাউন্সিলার শুভজিৎ গঙ্গোপাধ্যায়কে জানান। শুভজিৎবাবু বলেন, ‘যে ব্যক্তি এখানে পড়ে ছিলেন, তিনি স্থানীয় বাসিন্দা নন। তাই পুলিসকে সঙ্গে সঙ্গে জানাই। ডানকুনি থানার পুলিস এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।’ পুলিস জানিয়েছে, চণ্ডীতলার ওই বাসিন্দা ডানকুনিতে কেন এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহে আঘাতের চিহ্ন না থাকলেও উদ্ধারের সময় ওই ব্যক্তির পায়ে জুতো ছিল না। অথচ তাঁর দু’টি পা রীতিমতো পরিষ্কার অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে এই বিষয়টি পুলিসের কাছে সন্দেহজনক বলেই মনে হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
20d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা