কলকাতা

ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের সংস্কার শেষ করতে উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য পাঁচবছর আগে ডুমুরজলায় জেলার একমাত্র ইন্ডোর স্টেডিয়াম ‘সবুজসাথী’ ক্রীড়াঙ্গন সংস্কারের কাজে হাত দিয়েছিল হাওড়া পুরসভা। প্রায় ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেলেও, পূর্বতন বোর্ডের টেন্ডার অস্বচ্ছতার কারণে এখনও আটকে রয়েছে বাকি সংস্কার। ফলে সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া ছাড়া স্টেডিয়ামকে আর কোনও কাজেই ব্যবহার করতে পারছে না পুরসভা। পুরনো টেন্ডার জট কাটিয়ে দ্রুত স্টেডিয়ামটি খেলাধূলা, শরীর চর্চার জন্য খুলে দিতে উদ্যোগী পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলী।
প্রায় ২৭ বছর আগে জেলাস্তরে খেলাধূলার চর্চা বাড়াতে হাওড়ার ডুমুরজলায় তৈরি হয়েছিল ইন্ডোর স্টেডিয়াম। কিন্তু সেখানে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে বছরের পর বছর খেলাধূলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর স্টেডিয়ামটি একপ্রকার অনুষ্ঠান ভবন হিসেবেই কাজে লাগানো হতো। ২০১৯ সালে ডুমুরজলা স্টেডিয়াম অর্থাৎ বর্তমানে ‘সবুজসাথী’ ক্রীড়াঙ্গনের আধুনিকীকরণের উদ্যোগ নেয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। দায়িত্ব দেওয়া হয় হাওড়া পুরসভাকে। জানা গিয়েছে, পুরসভার তরফে যে সংস্থাকে স্টেডিয়াম সংস্কারের বরাত দেওয়া হয়েছিল, তার তরফে নিয়ম বহির্ভূতভাবে একাধিক কাজ করা হয়। দর্শকাসনের সংখ্যা প্রায় দ্বিগুণ করা, গোটা স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত করার জন্য অতিরিক্ত বিদ্যুৎ নেওয়া, খেলোয়াড়দের রেস্টরুম, কমিউনিটি হল, লাইব্রেরি সহ একাধিক সংস্কারের কাজে অতিরিক্ত অর্থ খরচ হয়। বরাতপ্রাপ্ত বেসরকারি সংস্থার বকেয়া টাকা মেটানোর জন্য হাওড়া পুরসভা, পুর ও নগরোন্নয়ন দপ্তরের দ্বারস্থ হলে টেন্ডার অস্বচ্ছতার বিষয়টি ধরা পড়ে। কেন একটিমাত্র সংস্থাকেই বরাত দেওয়া হয়েছিল, রাজ্যকে পর্যাপ্ত সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়নি কেন? বিভাগীয় তদন্তে উঠে আসে এইসব প্রশ্ন। তখন থেকেই ‘সবুজসাথী’ ক্রীড়াঙ্গনের বাকি সংস্কারের কাজ থমকে যায়।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘স্টেডিয়াম সংস্কারের কাজে অনেক ত্রুটি হয়েছিল ঠিকই। আইনি পথে সেই সব ত্রুটি দ্রুত মিটিয়ে সংস্কারের বাকি কাজ করা হবে। ইতিমধ্যেই এই স্টেডিয়ামে জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।’ জানা গিয়েছে, ডিসেম্বর মাসেই জাতীয় স্তরের একটি বাস্কেট বল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এই স্টেডিয়ামে। 
প্রথমবারের জন্য এই ইন্ডোর স্টেডিয়াম ব্যবহৃত হবে ক্রীড়া প্রতিযোগিতার জন্য। টেন্ডার জট মিটে গেলেই স্টেডিয়াম থেকে পুরসভার আয় বাড়বে বলে আশাবাদী মুখ্য পুর প্রশাসক।  নিজস্ব চিত্র
23d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.২৮ টাকা৮৬.০২ টাকা
পাউন্ড১০৪.৮৬ টাকা১০৮.৫৭ টাকা
ইউরো৮৬.৮৬ টাকা৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     December,   2024
দিন পঞ্জিকা