বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নিঃসঙ্গ প্রবীণদের সাহায্যের জন্য নয়া প্রকল্প নিখরচায় ‘সহায়ক’ পাঠাবে কোন্নগর পুরসভা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অসহায় প্রবীণদের জন্য ‘সহায়’ প্রকল্প চালু করছে হুগলির কোন্নগর পুরসভা। ওই প্রকল্পের আওতায় নিখরচায় পুরসভা থেকে প্রবীণ দম্পতি বা একলা প্রবীণদের কাছে ‘সহায়ক’ সরবরাহ করা হবে। দিন-রাত ২৪ ঘণ্টার জন্য ওই পরিষেবা বহাল থাকবে। ওষুধ কেনা থেকে বাজার করে দেওয়া, হাসপাতালে ভর্তি করা থেকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার জন্য কর্মী পাঠাবে পুরসভা। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, নতুন বছর থেকে তা চালু করা হবে। এজন্য একটি কর্মীবহর তৈরি করা হচ্ছে। পাশাপাশি অসহায় মানুষরা যাতে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন, সেই কারণে একটি নির্দিষ্ট ফোন নম্বরও চালু করা হচ্ছে। এই পরিষেবা দেওয়া হবে সম্পূর্ণ নিখরচায়।
কোন্নগর পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময় কাজের প্রয়োজনে বাড়ি ছেড়ে অনেকে দেশের বিভিন্ন জায়গায় বা বিদেশে গিয়ে থাকছেন। আর বাড়িতে বৃদ্ধ-প্রৌঢ় অভিভাবকরা থেকে যাচ্ছেন একলা। আপৎকালীন প্রয়োজনে তাঁদের সাহায্য করার কার্যত কেউ থাকছে না। পরিস্থিতি বিপন্ন হলে বাবা-মা তো বটেই দূরে বসবাস করা সন্তান-আত্মীয়রাও পড়ছেন সমস্যায়। এই পরিস্থিতির দিকে নজর রেখেই ‘সহায়’ প্রকল্প চালুর পরিকল্পনা হয়েছে। পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, ‘গত কয়েকমাসে একাধিক ঘটনায় আমরা পুরসভা থেকে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছি। দেখা গিয়েছে, ছেলে বা মেয়ে কাজের সূত্রে বাইরে। বাড়িতে বৃদ্ধ বাবা-মা আছেন। রাতে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। ছেলে বা মেয়ে ভিনরাজ্য বা ভিনদেশ থেকে সাহায্য করতে পারছে না। এই অবস্থায় আমার কাছেও ফোন এসেছে। আমি ব্যক্তিগতভাবে পদক্ষেপ করেছি। এই কাজটাই এবার পুরসভার পরিষেবা হিসেবে চালু করতে চাইছি। তাতে নাগরিকরা উপকৃত হবেন এবং বর্তমানে সামাজিক অবস্থার নিরিখে একটি গুরুত্বপূর্ণ পরিষেবাও হবে। সম্পূর্ণ নিখরচায় আমরা এই পরিষেবা দেব।’ 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নেদারল্যান্ড থেকে মধ্যরাতে কোন্নগরের চেয়ারম্যানের কাছে ফোন করেছিলেন মামণি ঘোষ নামে এক মহিলা। তাঁর বাবা কোন্নগরে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। পুরসভার কর্মীরা তাঁর বাড়ি গিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। পরে মামণিদেবী কোন্নগরে আসেন। সেই রাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুরকর্তাদের ধন্যবাদ দিয়ে গিয়েছেন। পুরকর্তাদের দাবি, কোন্নগরে অসহায় প্রবীণদের সংখ্যা কম নয়। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের পুত্র বা কন্যারা কর্মসূত্রে বা বৈবাহিক সূত্রে ভিন রাজ্যে, বা অন্য দেশে থাকেন। তাঁদের জন্য ‘সহায়’ প্রকল্প আক্ষরিক অর্থেই সহায় হয়ে উঠবে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা