বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পান বিক্রির সঙ্গে অক্লান্ত সাহিত্যচর্চাও ১১ উপন্যাস, ২০০ ছোটগল্প লিখেছেন বেহালার পিন্টু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটপাতে পানের দোকানে সাহিত্যচর্চা! অবাক হওয়ার মতোই বিষয়। চরম দারিদ্র, অনাহার, জীবনের নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে শুধুমাত্র ইচ্ছাশক্তির উপর নির্ভর করে নিজের প্যাশন বাঁচিয়ে রেখে দিয়েছেন পিন্টু পোহান নামে এক ব্যক্তি। ২৫ বছর ধরে বেহালায় নিজের পানের দোকানে বসে সাহিত্যচর্চা করে চলেছেন এই পান বিক্রেতা।
বেহালার জেমস লং সরণি সংলগ্ন মুচিপাড়ার মদনমোহনতলা বাজারে ফুটপাতের উপর রয়েছে পিন্টুবাবুর ছোট গুমটি দোকান। পান, বিড়ি, সিগারেট বিক্রি করেন। সেই দোকানেই বিভিন্ন তাকে সাজানো পিন্টুর লেখা কাব্য-কাহিনির নানা বই। 
পূর্ণচন্দ্র পোহান ও উজ্জ্বলা দেবীর পাঁচ সন্তানের সর্বকনিষ্ঠ হলেন পিন্টু পোহান। তাঁর জীবনের কাহিনি যে কোনও মানুষের কাছে উদাহরণ হতে পারে। তাঁর জীবন কোনওদিনই সহজ ছিল না। শৈশব কেটেছে মাঠে গোবর কুড়িয়ে, জলাজমি থেকে শাকপাতা তুলে কিংবা পুকুর-ডোবায় নেমে মাছ ধরে। উচ্চমাধ্যমিকের পর নিজের পড়াশোনার খরচ এবং সংসার চালাতে বেহালার মদনমোহন তলার বাজারে খোলেন পানের দোকান। পড়াশোনা করার অদম্য ইচ্ছাতেই ফুটপাতে বসে পড়তেন। তিনি বলেন, ‘মাঝে ক’বছর পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু মন মানছিল না। পানের দোকান চালিয়ে কীভাবে বেসরকারি জায়গা থেকে গ্র্যাজুয়েশন করব সেই চিন্তা মাথায় ঘুরত। তবে অনেকে ভরসা দিলেন। জেদ নিয়ে ভর্তি হয়ে গেলাম। তারপর দোকান চালাতে চালাতে শেষ করে ফেললাম পড়াশোনা। গ্র্যাজুয়েশন করলাম। তারপর মাস্টার্সও।’ 
ছোটবেলা থেকেই লেখক হওয়ার ইচ্ছা তাঁর। কিন্তু দারিদ্র এবং সংসার চালানোর তাগিদ সেই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও দমে যাননি পিন্টু। বলেন, ‘পানের দোকানে বসে সাহিত্যচর্চা, শুনে অনেকেই হাসতেন। কিন্তু, মনের জোরে নিজের নেশাকে বাঁচিয়ে রেখেছি।’ ছোটবেলা থেকে খবরের কাগজ পড়ার ঝোঁক। সেখান থেকেই লেখক হওয়ার ইচ্ছা। এখন পানের দোকান থেকে খবরের কাগজও বিক্রি করেন। তাঁর লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন নামী, আঞ্চলিক পত্র-পত্রিকায়। পিন্টুবাবুর বন্ধু সুবিমল দাস বলেন, ‘এভাবে ২৫ বছর ধরে নিজের সংসার চালানোর পাশাপাশি বই লিখেছেন উনি। সত্যিই অকল্পনীয়।’
বাংলা নিয়ে গ্র্যাজুয়েট হন। মাস্টার্স করার পর পানের দোকানে বসে লিখে ফেলেছেন ১১টি উপন্যাস এবং ২০০টি ছোট গল্প, ২০০টি কবিতা। সমস্ত লেখা তিনি লিখেছেন পান সাজতে সাজতে, বিড়ি-সিগারেট বিক্রি করতে করতে এই ছোট্ট গুমটি ঘরে বসেই।-নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা