বাইক চালানোর সময় সামনে চলে আসে একটি সারমেয়। আর তাকে বাঁচাতে গিয়েই প্রাণ খোয়াতে হল এক যুবককে। গতকাল শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি এলাকায়। বছর ২৩-এর মৃত ওই যুবকের নাম ইব্রাহিম মন্ডল। তিনি ওই সাগরপাড়ারই বাসিন্দা। এদিন তিনি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাইকে আরও এক আরোহীও ছিলেন। হঠাৎই বাইকের সামনে এসে যায় সারমেয়টি। তাকে বাঁচাতে গিয়েই বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ইব্রাহিম ও অন্য আরোহী দু’জনেই। স্থানীয়রা তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, অপর আরোহী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
2024-12-14 12:16:48আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়ার ক্ষুদিরামনগরে টিউশন পড়ে ফেরার সময় ছুরিকাঘাতে জখম হলেন একাদশ শ্রেণীর এক ছাত্রী। জানা গিয়েছে, ওই পড়ুয়ার বাড়ি ক্ষুদিরামনগর এলাকায়। এদিন রেল কারখানার পাশের নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওই পড়ুয়াকে আচমকাই ছুরি মারে অজ্ঞাতপরিচয় এক বাইক আরোহী। ওইসময় পড়ুয়াটি সাইকেল চালিয়ে ফিরছিল। হঠাৎই একটি বাইক এসে তাকে পিছন থেকে ছুরি মারে। সঙ্গে সঙ্গে সে আর্তনাদ করে রাস্তায় লুটিয়ে পড়ে। লোকজন আসার আগেই বাইকে চেপে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ছুরিকাঘাতে ওই ছাত্রীর শরীরে গভীর ক্ষত হয়েছে। ছাত্রীটির বাবা সনাতন রানা পেশায় টোটো চালক। ঘটনার পরই এদিন হাসপাতালে যায় হলদিয়া থানার পুলিস। প্রেম ঘটিত না কী অন্য কোনও আক্রোশের কারণে ছাত্রীটিকে ছুরি মারা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস।
2024-12-26 21:38:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.২৮ টাকা | ৮৬.০২ টাকা |
পাউন্ড | ১০৪.৮৬ টাকা | ১০৮.৫৭ টাকা |
ইউরো | ৮৬.৮৬ টাকা | ৯০.২০ টাকা |