দমকল দপ্তরে ২৬৪ জনের নিয়োগের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। জঙ্গিপুর ও দাইহাটের নতুন দুটি কেন্দ্র সহ মোট ৬টি দমকল কেন্দ্রে ৪৪ জন করে নিয়োগ করা হবে। যার মধ্যে থাকবে স্টেশন অফিসার, সাব অফিসার, ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার, লিডার, আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদি।
2024-12-26 18:19:00গতকাল, বুধবার রঘুনাথপুর থানার নতুনডি থেকে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র যাওয়ার রাস্তায় বাইক নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাল পরিবহনকারী একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। আজ, বৃহস্পতিবার ক্ষতিপূরণের দাবিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দরজার সামনে দেহ দুটিকে রেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস।
2024-12-26 18:11:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.২৮ টাকা | ৮৬.০২ টাকা |
পাউন্ড | ১০৪.৮৬ টাকা | ১০৮.৫৭ টাকা |
ইউরো | ৮৬.৮৬ টাকা | ৯০.২০ টাকা |