ঠিক যেন সিনেমার চিত্রনাট্য! ডাকাতদের ধরতে জীবনের বাজি রাখলেন পুলিসকর্মীরা। অপরদিকে পুলিসের হাত থেকে বাঁচতে বোমা ছুড়েও নিস্তার পেল না ডাকাতরা। গতকাল, বুধবার রাতে একটি দুঃসাহসিক অভিযানে নামে হুগলি জেলার পুলিস। গ্রেপ্তার করা হয় দুই ডাকাতকে। গোটা ঘটনাটি সিনেমায় দেখানো পুলিস ও দুষ্কৃতীদের মধ্যে ধরপাকড়ের দৃশ্যের মতোই টানটান ও উত্তেজনাপূর্ণ। ঘটনাটির সূত্রপাত গতকাল, বুধবার রাত সাড়ে আটটায়। ওই সময়ে পূর্ব বর্ধমানের কালনাতে একটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই বাড়ি থেকে সর্বস্ব লুট করে। তারপর দুটি বাইকে করে কালনা থেকে এসটিকেকে রোড ধরে তারা পালিয়ে যাচ্ছিল। গোটা বিষয়টি জানতে পারে পুলিস। সঙ্গে সঙ্গে হুগলির মগরা থানার পুলিস ওই ডাকাতদের ধরতে নাকা তল্লাশি শুরু করে। সেইখানেই গতকাল রাতে নম্বর প্লেট বিহীন দুটি বাইকে মোট ৪ জন ডাকাতকে আসতে দেখে তাদের আটকানোর চেষ্টা করে পুলিস। তখনই নিজেদের বাইকের গতি বাড়িয়ে দিয়ে দ্রুত পালাতে চেষ্টা করে ডাকাতরা। পিছু নেয় পুলিসও। অভিযোগ, বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়ে ওই ডাকাতরা। কিন্তু তাতেও থামেননি পুলিসকর্মীরা। হুগলির কালীতলা ব্রিজের কাছে ফের রাস্তা আটকালে পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে ওই ডাকাতরা। যার ফলে পুলিসের গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে যায়। জখম হন দুই পুলিসকর্মীও। কিন্তু একটুও না দমে ওই ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিসকর্মীরা। প্রথমে একজনকে গ্রেপ্তার করে পুলিস। পরে ওই এলাকায় কিছুটা দূর থেকে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে গতকাল, রাতেই ঘটনাস্থলে পৌঁছন মগরা থানার আইসি, হুগলি গ্রামীণ পুলিসের সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র। পৌঁছয় র্যাফও। পুলিস সূত্রে খবর, দু’জন ডাকাতকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ডাকাতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, কাটারি এবং শাবল উদ্ধার করেছে পুলিস। পাশাপাশি ডাকাতি করা গয়না ও টাকাও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুটি নম্বরপ্লেট বিহীন বাইকও উদ্ধার করেছে পুলিস।
2024-12-05 12:17:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.২৮ টাকা | ৮৬.০২ টাকা |
পাউন্ড | ১০৪.৮৬ টাকা | ১০৮.৫৭ টাকা |
ইউরো | ৮৬.৮৬ টাকা | ৯০.২০ টাকা |