গল্ফগ্রিন থানার ওসিকে ক্লোজ করল লালবাজার। গত ২১ নভেম্বর যাদবপুর থানার বিক্রমগড়ে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনার সঙ্গে নাম জড়ায় গল্ফগ্রিন থানার ওসির। ডিসি এসএসডির নেতৃত্বে পুরো ঘটনাটির তদন্ত হয়। তার রিপোর্টের ভিত্তিতেই আজ, মঙ্গলবার ক্লোজ করা হল গল্ফগ্রিন থানার ওসিকে। আপাতত গল্ফগ্রিন থানার দায়িত্বে থাকবেন অ্যাডিশনাল ওসি।
2024-12-03 19:22:10ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.২৮ টাকা | ৮৬.০২ টাকা |
পাউন্ড | ১০৪.৮৬ টাকা | ১০৮.৫৭ টাকা |
ইউরো | ৮৬.৮৬ টাকা | ৯০.২০ টাকা |