Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

ফিশারিজ সায়েন্সে পর্যাপ্ত চাকরির সুযোগ

ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে। কোর্স শেষে রয়েছে পর্যাপ্ত চাকরির সুযোগ। রাজ্যের কোথায় কোথায় পড়ানো হয় ফিশারিজ সায়েন্স? খরচ কত? যোগ্যতাই বা কী? পরামর্শে দ্য নেওয়াটিয়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিশারিজ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ সুমন কর্মকার।

মৎস্য বিজ্ঞান সায়েন্সের অন্যতম শাখা। তাই বিজ্ঞানে আগ্রহ থাকলে এ বিষয়ে উচ্চস্তরে পড়াশোনা ও গবেষণার প্রভূত সুযোগ আছে। তবে মনে রাখতে হবে, মাছ চাষ মূলত গ্রামকেন্দ্রিক পেশা। তাই শহুরে জীবনে অভ্যস্তদের প্রথম দিকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।  তাই  ফিশারিজ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইলে গ্রামেগঞ্জে কাজ করার মানসিকতা থাকা দরকার। যদিও শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত হতে পারলে শহরাঞ্চলেও কাজ করার সুযোগ আছে। 

ফিশারিজ সায়েন্স বিষয়টা কী
সহজ করে বললে ফিশারিজ সায়েন্স হল বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষের উপায়। পাশাপাশি যেসব বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অ্যাকোয়াটিক অর্গানিজম বা জলজ প্রাণী আছে (বিভিন্নরকম শামুক, ঝিনুক, নানারকম অয়েস্টার, চিউইড) সেগুলো বিজ্ঞানসম্মতভাবে চাষ করা, প্রতিপালন করা, বাজারজাত করার পদ্ধতিও এই বিষয়ের মধ্যে পড়ে। মাছ কী খাবার খাবে, রোগ হলে চিকিৎসা কী হবে, চাষের পরে বাজারজাত করতে কী পদ্ধতি অবলম্বন করতে হবে, মাছের বিভিন্ন খাবারের (ফিশ কাটলেট / ফিশ চপ/ ফিশ বল) প্রিপারেশন সম্বন্ধেও পড়ানো হয় এই পাঠ্যক্রমে। এছাড়া মাছের যে অংশগুলো  ফেলে দিই, সেইসব বর্জ্যপদার্থ ফেলে না দিয়ে কীভাবে কাজে লাগানো যায় তাও শেখানো হয়। এই বর্জ্যপদার্থ  অগার্নিক ম্যানিওর তৈরি করতে ব্যবহার করা হয়।  এছাড়াও রয়েছে অর্নামেন্টাল ফিশ। এই ধরনের মাছ ঘরের সৌন্দর্য বাড়াতে বা অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করা হয়। এই ধরনের মাছের প্রজনন করা বা একটা অ্যাকোয়ারিয়াম কীভাবে ঘরে সেট করা যায় সে সংক্রান্ত বিষয়ও পড়ানো হয় এই পাঠ্যক্রমে। 

পড়ার চাহিদা
ফিশারিজ সায়েন্সকে এককথায় বলা যায় হাই রাইজিং সেক্টর অর্থাৎ যে বিষয় নিয়ে পড়ার চাহিদা উত্তরোত্তর বাড়ছে। যেহেতু বিষয়টা খুব ইন্টারেস্টিং আর সম্ভাবনাময়, তাই পড়ুয়ারা ক্রমশ ফিশারিজ সায়েন্স নিয়ে পড়তে আগ্রহী হচ্ছে। হাইপ থাকার পাশাপাশি বিষয়টা এখনও আনএক্সপ্লোরড। অনেকেরই ধারণা নেই বিষয়টা সম্পর্কে। 
মাছ তো জলে ভাসে আর পাতে স্বাদ আনে। সেটা নিয়েও আবার পড়াশোনা করা যায়! বিষয়টা নিয়ে জানলে ভবিষ্যতে আরও বেশি পড়ুয়া ফিশারিজ সায়েন্স নিয়ে পড়ার চিন্তাভাবনা করবে। কোভিড মহামারীর পরে আমাদের বেঁচে থাকার জন্য মাছের যে কতখানি গুরুত্ব সেটা বোঝাতে সরকারও অনেক পরিকল্পনা নিয়েছে। প্রত্যেকের পাতে যাতে মাছ পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি স্কিম চালু হয়েছে, প্রোডাকশন বাড়ানোর পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। 

কারা পড়ার যোগ্য 
১০+২ শিক্ষাপদ্ধতিতে যারা সায়েন্স নিয়ে পড়েছে, তারাই একমাত্র এই কোর্স করতে পারবে। ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। সাধারণ শ্রেণির ছাত্রছাত্রীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। তফসিলি জাতিদের ক্ষেত্রে ন্যূনতম নম্বর ৪০ শতাংশ পেতে হবে।  

রাজ্যে পড়ার সুযোগ
আমাদের রাজ্যে একমাত্র সরকারি প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি  অব অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স বা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়েই পেশাগত মৎস্য বিজ্ঞান বিষয়ে ডিগ্রি কোর্স পড়ানো হয়। এখানে এই বিষয়ে ৪ বছরের স্নাতক (বি এফ এসসি বা ব্যাচেলর ইন ফিশারিজ সায়েন্স), ২ বছরের স্নাতকোত্তর (এম এফ এসসি বা মাস্টার্স ইন ফিশারিজ সায়েন্স) ও ৩ বছরের ডক্টরেট ডিগ্রি অর্জন করা যায়।
বেসরকারি কলেজের মধ্যে একদম প্রথম সারিতে আছে দ্য নেওয়াটিয়া ইউনিভার্সিটি। এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হল মিদনাপুর সিটি কলেজ। এখনও পর্যন্ত আমাদের রাজ্যে এই তিনটি কলেজ থেকে ফিশারিজ সায়েন্সে ৪ বছরের ডিগ্রি কোর্স পড়ানো হচ্ছে। 

কীভাবে সুযোগ পাওয়া যায়
এই কোর্সে পড়ার জন্য কোনও এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয় না। ১০+২ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তি হতে প্রায় ৯০ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে  ৫৫ শতাংশ নম্বর পেলে তবেই এই কোর্সের জন্য আবেদন করা যায়। 

আনুমানিক খরচ বা কোর্স ফি
বেসরকারি কলেজের থেকে সরকারি কলেজে পড়ার খরচ তুলনামূলকভাবে কম। সরকারি ক্ষেত্রে ৪ বছরের ডিগ্রি কোর্সে সেমেস্টার খরচ নিয়ে শুধুমাত্র পড়াশোনার জন্য খরচ পড়বে ৫০ হাজার টাকা। হস্টেল বা অন্যান্য খরচ এখানে ধরা হচ্ছে না। 
বেসরকারি কলেজের ক্ষেত্রে ৪ বছরের কোর্সের প্যাকেজ হল ৪ লক্ষ ৩০ হাজার টাকা। এরমধ্যে হস্টেল খরচ যুক্ত রয়েছে। 

স্নাতকোত্তর পাঠ্যক্রম
গ্র্যাজুয়েশনের পর স্পেশালাইজেশন করার সুযোগ রয়েছে। এমএসএফসি বা মাস্টার্স ইন ফিশারিজ সায়েন্স পাঠ্যক্রমে ৯টা ডিপার্টমেন্ট রয়েছে— অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক এনভায়র্নমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাকোয়াটিক অ্যানিমাল হেলথ ম্যানেজমেন্ট, ফিশ প্রসেসিং টেকনোলজি, ফিশারিজ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস, ফিশারিজ এক্সটেনশন, ফিশারিজ ইঞ্জিনিয়ারিং, ফিশ নিউট্রিশন আর ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট।  

বিদেশে পড়াশোনা
ফিশারিজ সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনার সুযোগও রয়েছে যথেষ্ট। বেশ কিছু নামী বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে এই বিষয়টি পড়ানো হয়। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমেরিকার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। এছাড়াও রয়েছে ইউনিভার্সিটি অব বোহেমিয়া, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ইত্যাদি। অ্যাকোয়াকালচার, মেরিন বায়োলজি, ওশানোগ্রাফিসহ নানা কোর্স রয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে। ডিগ্রি কোর্স ছাড়াও মাস্টার্স বা পিএইচডি করার সুযোগও রয়েছে। মিলতে পারে স্কলারশিপও। প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই ১ থেকে ২ হাজার ডলার স্কলারশিপের ব্যবস্থা আছে। কোথাও এনট্রান্স টেস্টের ব্যবস্থা নেই। অ্যাডমিশন নোটিস দেখে আবেদন করতে হবে। 

চাকরির বাজার
ফিশারিজ সায়েন্সে যেহেতু এখনও প্রতিযোগিতা অনেকটাই কম, তাই চাকরির সুযোগ তুলনামূলকভাবে বেশি। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যেহেতু কম, স্বাভাবিকভাবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর সংখ্যাও কম। সরকারি চাকরির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করলেই ফিশারি এক্সটেনশন অফিসার বা মৎস্য সম্প্রসারণ আধিকারিক পদে আবেদন করা যাবে। প্রত্যেকটা ব্লকে একজন করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক নিয়োগ করা হয়। 
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মধ্যমে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এই পদে নিয়োগ করা হয়। মোটামুটিভাবে ২-৩ বছরের ব্যবধানে শূন্যপদ সৃষ্টি হলে নিয়োগ প্রক্রিয়া চলে। 
বেসরকারি চাকরির ক্ষেত্রে অনেক ওষুধ কোম্পানির সঙ্গে অনেকসময় বিশ্ববিদ্যালয়ের চুক্তি থাকে। সফল ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে এইসব কোম্পানিতে চাকরি মেলে। এছাড়াও কিছু সরকারি প্রজেক্ট আছে যেখানে কাজের সুযোগ মেলে। 
পশ্চিমবঙ্গ সরকারের ডব্লুবিএবিএমআইটি বা আদমি প্রজেক্টে ফিশারিজ এক্সপার্ট বা অ্যাসিস্ট্যান্ট ফিশারিজ এক্সপার্ট হিসেবে স্থায়ী বা অস্থায়ী পদে চাকরির সুযোগ রয়েছে। সেন্ট্রাল রিসার্চ স্টেশন যেমন সিএমএসআরআই-এরও নানা প্রজেক্ট আছে। সেখানেও প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট বা সিনিয়র রিসার্চ ফেলো, এম প্রফেশনাল ১ বা এম প্রফেশনাল ২ হিসেবে কাজের সুযোগ থাকে। তবে এই পদগুলি সবই অস্থায়ী বা চুক্তিভিত্তিক।
এছাড়াও যদি বিদেশে চাকরি করার চিন্তাভাবনা থাকে তাহলে অ্যাকোয়াকালচারিস্ট, ফিশফার্ম ম্যানেজার, হ্যাচারি টেকনোলজিস্ট, মেরিন বায়োলজিস্টের মতো পদে কাজের সুযোগ থাকে। চার বছরের ডিগ্রি কোর্স পাশ করলেই এই সমস্ত চাকরি পাওয়া যায়। এবার যদি উচ্চশিক্ষার কথা ধরি (মাস্টার্স বা পিএইচডি) ডিগ্রি কমপ্লিট করলে সরকারের বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রে এসএমএস বা সাবজেক্ট ম্যাটার স্পেলাশিষ্ট হিসেবে কাজের সুযোগ পাওয়া যায়। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন ফিশারিজ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজের সুযোগ পাওয়া যায়। 
কেন্দ্রীয় সরকারের অধীনে মৎস্য বিজ্ঞানী হিসেবে কাজের সুযোগ পাওয়া যায়। সর্বাপেক্ষা ভালো চাকরি হল এগ্রিকালচারাল রিসার্চ সায়েন্টিস্ট বা এআরএস। এছাড়াও ব্যাঙ্ক বা কমবাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) চাকরির পরীক্ষাতেও অবশ্যই বসা যায়। আবার বিদেশেও উচ্চশিক্ষা, গবেষণা ও চাকরির অনেক সুযোগ রয়েছে।
নিজস্ব ব্যবসা
ফিশারিজ সায়েন্স নিয়ে পড়ে বাঁধাধরা চাকরি না করে অন্ত্রপ্রনর হিসেবেও কেরিয়ার গড়ে তুলতে পারে। প্রথমে একটা ছোট ফার্ম করে পরে তার এক্সটেনশন করা যেতেই পারে। বিভিন্ন অর্নামেন্টাল মাছ চাষ করা, তাকে বাজারজাত করা বা অ্যাকোয়ারিয়াম সেটআপ তৈরি করাও লাভজনক হতে পারে। 
অনুলিখন: সন্দীপ রায়চৌধুরী
সহযোগিতায় চন্দন পাল
04th  June, 2024
নামী প্রতিষ্ঠানে চাহিদা বাড়ছে কোর  ইঞ্জিনিয়ারিংয়ের

ইঞ্জিনিয়ারিং-এ কিছু কিছু বিষয় রয়েছে, যা আদি অনন্তকাল ধরে মেধাবী পড়ুয়াদের প্রথম পছন্দ। যার পোশাকি নাম কোর ইঞ্জিনিয়ারিং, মূলত সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কেমিক্যাল। ইদানীং পড়ুয়াদের প্রথম পছন্দ কম্পিউটার সায়েন্স।
বিশদ

02nd  July, 2024
স্বাস্থ্য পরিষেবায় প্রচুর সরকারি চাকরির সুযোগ

কাজ আছে। আছে সরকারি-বেসরকারি চাকরিও! অ্যালায়েড হেলথ সায়েন্সেসের কোর্স করলে রোজগার নিশ্চিত! বিস্তারিত জানাচ্ছেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্স অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ বিভাগের মেন্টর এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাঃ ভবতোষ বিশ্বাস। বিশদ

18th  June, 2024
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংই ভবিষ্যৎ

কী নিয়ে পড়াশোনা করব, সেই সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার চাহিদা বাড়ছে। এই বিষয়ে আলোচনা করেছেন বহরমপুর টেক্সটাইল কলেজের অধ্যাপক ডঃ শুভাশিস দাস। বিশদ

18th  June, 2024
এআই নিয়ে পড়ার চাহিদা বাড়ছে 
সোহম কর

উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বেশিরভাগ পড়ুয়াই ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার এগনোর স্বপ্ন দেখেন। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র অনেক বড়। কোন শাখায় পড়াশোনা করবেন? এই নিয়ে চিন্তায় প্রায় নাওয়া-খাওয়া ভুলে যান পড়ুয়া থেকে পরিবারের লোকেরা। বিশদ

14th  May, 2024
উজ্জ্বল ভবিষ্যৎ কৃষি বিজ্ঞানে
ধরণীধর পাত্র

অনেক ছাত্রছাত্রীই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের আগে থেকেই স্থির করে রাখে তারা কী নিয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যাবে। তবে কোনও একটা বিষয় নিয়ে পড়ার আগে তার গুরুত্বটা বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। বিশদ

14th  May, 2024
বিভিন্ন বোর্ডগুলির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আসন্ন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এ মাসটা পেরলেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষার মরশুম। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আর সিআইএসসিই-র অধীন আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষার্থীরা অবশ্য কিছুটা বাড়তি সময় পাবে। বিশদ

10th  January, 2024
চাপমুক্ত থাকলেই আসবে সাফল্য

শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি কেমন হবে? কোন কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার, তা নিয়ে পরামর্শে বিশিষ্ট মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান। বিশদ

10th  January, 2024
জাহাজের চাকরি যাদের লক্ষ্য

উচ্চমাধ্যমিক /আইএসসি/ সিবিএসসি ক্লাস টুয়েলভ বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উপস্থিত হতে হয় জীবনের এক মহা সন্ধিক্ষণে। বেছে নিতে হয় স্বপ্নপূরণের কোনও একটি বিশেষ পথকে—যে পথে আছে সুনিশ্চিত ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি। বিশদ

11th  July, 2023
জেনেটিক্স পড়লে কাজের সুযোগ

এখন আর শুধু প্রথাগত ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় নিয়ে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে। এরকমই একটি বিষয় জেনেটিক্স। আজ আমরা এমন কিছু খাবার খাচ্ছি বা জামাকাপড় পরছি, অনেক ক্ষেত্রে তার পিছনে জেনেটিক্সের প্রয়োগ রয়েছে। বিশদ

11th  July, 2023
ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল
অর্পণ সেনগুপ্ত

ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হতে আর বেশি দেরি নেই। এই অবস্থায় কোন শাখায় ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা কম নয়। বিশেষজ্ঞরা অন্তত একটি বিষয়ে একমত, বর্তমানে তো বটেই, অদূর ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখার উপর বাজি ধরা যেতে পারে। বিশদ

27th  June, 2023
হেলথকেয়ার কাউন্সিলরের চাহিদা বাড়ছে
বর্ণালী ঘোষ

ফ্রাসট্রেশন, ডিপ্রেশন, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্বারস্থ হন চিকিৎসকের। তবে এধরনের সমস্যা সাইকোলজিক্যাল কাউন্সিলিং­-এ অনেকটা সারিয়ে তোলা সম্ভব হয়। বিশদ

27th  June, 2023
স্বাস্থ্য পরিষেবায় চাকরির সুযোগ

হসপিটাল ম্যানেজমেন্টের গুরুত্ব বরাবরের। আগেকার সময়ে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ম্যানেজমেন্টের বিভিন্ন দিক সামলাতেন। তখন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থাকলেও সাধারণ হাসপাতাল, স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ধারণা ছিল না। বিশদ

27th  June, 2023
চিকিৎসা ক্ষেত্রে সফল কেরিয়ার
গড়তে প্যারামেডিক্যাল কোর্স

বর্তমান সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবায় চিকিৎসকের পরামর্শ ছাড়াও আমাদের নির্ভর করতে হয় প্যারামেডিক্যাল স্টাফদের উপর। এই গুরুত্বপূর্ণ পরিষেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগও বেশি। স্বাস্থ্য পরিষেবায় নিজকে যুক্ত করতে পড়ে নেওয়া যায় বেশ কিছু প্যারামেডিক্যাল বিষয়। বিশদ

13th  June, 2023
সামনে প্রচুর সম্ভাবনা, উজ্জ্বল ভবিষ্যৎ
গড়তে পড়তেই হবে ইঞ্জিনিয়ারিং

রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। এবার শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কেউ সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। আবার কেউ পাবেন না। তবে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো চাকরি মিলবে না, এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। বিশদ

30th  May, 2023
একনজরে
নতুন বছরে মারুতি সুজুকি কোম্পানির গাড়ির দাম বাড়ছে। শুক্রবার সংস্থা ঘোষণা করেছে, আগামী ১ জানুয়ারি থেকে চার শতাংশ পর্যন্ত হারে দাম বাড়ছে সব মডেলের গাড়ির। ...

পাকিস্তানের বিমান হামলা। আফগানিস্তানে ৪৬ জন নিহত। তাঁদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানান, মঙ্গলবার রাতে পাকিতিকা প্রদেশের বারমাল জেলার চারটি এলাকায় হামলা চালায় পাকিস্তান। ...

মাদক বিরোধী অভিযানে সাফল্য অসম পুলিসের। শ্রীভূমি জেলার পুলিস হাতিখিরা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। ...

শীতের আমেজ গায়ে মেখে বড়দিনে মাতল গৌড়বঙ্গ। চার্চ থেকে বিনোদন পার্ক, রেস্তরাঁ, সিনেমা হল- ভিড় সর্বত্র। দিকে দিকে বসল পিকনিকের আসরও। ছুটির দিনে চলল হই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯১- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের জন্ম
১৮০১- বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন
১৮৩১- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মৃত্যু
১৮৫০- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক  স্যার কৈলাসচন্দ্র বসুর জন্ম
১৮৯৩- চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুংয়ের জন্ম
১৮৯৯- বিপ্লবী উধম সিংয়ের জন্ম
১৯০৬- অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘দি স্টোরি অব দ্য কেলি গ্যাং’ প্রথম প্রদর্শিত হয়
১৯১৩- কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়
১৯১৯- লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়
১৯৪৯- মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করেন বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন
২০০৪- ভয়াবহ সুনামির আঘাত ভারত-সহ ছয়টি দেশে, নিহত আড়াই লক্ষেরও বেশি মানুষ



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.২৮ টাকা ৮৬.০২ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৬.৮৬ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ পৌষ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪। একাদশী ৪৬/৩ রাত্রি ১২/৪৪। স্বাতী নক্ষত্র ২৯/৩৮ সন্ধ্যা ৬/১০। সূর্যোদয় ৬/১৮/৩৯, সূর্যাস্ত ৪/৫৫/৪৯। অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/২৩ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৫/৪৯ গতে ৯/২৩ মধ্যে পুনঃ ১২/৪ গতে ৩/৩৮ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। বারবেলা ২/১৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/১৮ মধ্যে।                                                               
১০ পৌষ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪। একাদশী রাত্রি ১১/৪৯। স্বাতী নক্ষত্র রাত্রি ৬/৪। সূর্যোদয় ৬/২২, সূর্যাস্ত ৪/৫৫। অমৃতযোগ দিবা ৭/৫০ মধ্যে ও ১/৩১ গতে ২/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৮ গতে ৯/৩১ মধ্যে ও ১২/১১ গতে ৩/৪৪ মধ্যে ও ৪/৩৮ গতে ৬/২২ মধ্যে। কালবেলা ২/১৭ গতে ৪/৫৫ মধ্যে। কালরাত্রি ১১/৩৮ গতে ১/১৯ মধ্যে। 
২৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন আচার্য মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের ছায়া বিশ্বভারতীতে
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য মনমোহন সিং। ...বিশদ

01:49:46 AM

প্রয়াত মনমোহন সিং
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ, বৃহস্পতিবার রাতেই দিল্লি ...বিশদ

12:04:38 AM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে আগামী কাল, শুক্রবার সরকারি ছুটির ঘোষণা কর্ণাটক সরকারের

11:55:00 PM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

11:54:00 PM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

11:53:00 PM

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের

11:52:00 PM